Covid-19: বাংলার চেয়ে কম জনসংখ্যা, অথচ দ্বিগুণ টিকা পেয়েছে গুজরাট: Mamata

রাজ্যে প্রতিদিন ১১ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু কেন্দ্র কম টিকা পাঠানোয় ৩-৪ লক্ষ দেওয়া হচ্ছে বলে জানান মমতা।

Updated By: Aug 5, 2021, 05:56 PM IST
Covid-19: বাংলার চেয়ে কম জনসংখ্যা, অথচ দ্বিগুণ টিকা পেয়েছে গুজরাট: Mamata

নিজস্ব প্রতিবেদন: গুজরাটের জনসংখ্যা বাংলার অর্ধেক। অথচ তারা অনেক বেশি টিকা পেয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর সাংবাদিক বৈঠকেও বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

তিনি বলেন,'গুজরাট অনেক ছোট রাজ্য। তারা বাংলার চেয়ে দ্বিগুণ টিকা পেয়েছে। আমরা জনসংখ্যার তুলনায় কম পেয়েছি। গুজরাটের জনসংখ্যা আমাদের অর্ধেক। ওদের দিয়েছে ২ কোটি ২৮ লক্ষ। আমাদের ১.৯৩ কোটি টিকার ডোজ। গুজরাটের জনসংখ্যা ৪ কোটি। আমাদের এখানে ১১ কোটি। যেমন ধরুন কর্নাটকের জনসংখ্যা ৭ কোটি। আমাদের চেয়ে ৪ কোটি কম। তারাও বেশি টিকা পেয়েছে। বেশি পেয়েছে উত্তরপ্রদেশও। আমি বৈষম্য করি না। সব রাজ্য পাক। আমি সরকারকে অনুরোধ করব কোনও রাজ্যকে বঞ্চিত করবেন না।'

বাংলার জনসংখ্যা বিবেচনা করে টিকা পাঠানো উচিত বলে স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়,'পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেখে গুরুত্ব বুঝুন। ৭ 'সিস্টার স্টেটসে'র প্রবেশদ্বার। ৩টি আন্তর্জাতিক সীমান্ত। আমাদের বিপর্যয় থেকে বাঁচান। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমরা চাই তৃতীয় ঢেউ না আসুক।'

রাজ্যে প্রতিদিন ১১ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু কেন্দ্র কম টিকা পাঠানোয় ৩-৪ লক্ষ দেওয়া হচ্ছে বলে জানান মমতা। তাঁর বার্তা,'ধৈর্য্য ধরুন। আমরা বাজার থেকে কিনে দিতে পারছি না। আমরা নিজেরাও টিকা কিনেছিলাম। এখন কিনতে পারছি না। কারণ কেন্দ্রই পাঠাচ্ছে।' 

এ দিন পর্যাপ্ত টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও তিনি অভিযোগ করেন,'উত্তরপ্রদেশ, গুজরাট ও কর্নাটকের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকার ডোজ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের দেওয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা বঞ্চিত হলে নীরব দর্শক হয়ে থাকতে পারি না।' 

আরও পড়ুন- পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার ভাবনা, জানালেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.