রাজ্যে ৩ জন মারা গিয়েছে, তার মধ্যে একজন নিউমোনিয়ায়: মমতা
রাজ্যবাসীকে লকডাউন কঠোরভাবে মেনে চলার আবেদন মুখ্যমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় করোনা নিয়ে আতঙ্কিত হবেন না। রাজ্যবাসীকে সতর্ক করে ঘরে থাকার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। কে একটা ছোট নার্সিংহোম কী একটা বলে দিল! এতে মানুষ আতঙ্কিত হচ্ছেন।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''প্রথমেই অনুরোধ করব। লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে,এই খবর সম্প্রচার দয়া করে বন্ধ করুন। সরকারের থেকে ঘোষণা না নেওয়া পর্যন্ত চালাবেন না। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় পজিটিভ কেস ৩৭টা। তার মধ্যে ৩ জন ভালো হয়ে গিয়েছেন। মারা গিয়েছে ৩ জন। তার মধ্যে একজন নিউমোনিয়ায় মারা গিয়েছে। সকাল থেকে দেখাচ্ছেন আরও ৩ জন মারা গিয়েছে। আমাদের কাছে কোনও প্রমাণ নেই। দীর্ঘদিন ধরে একজনের কিডনি ফেলিওর। দু'বার ডায়ালিসিস করত। যে যা ইচ্ছে বলে দিচ্ছে, কোনও প্রমাণ ছাড়াই।''
মুখ্যমন্ত্রী বলেন, ''যে যা পারছে বলে দিচ্ছে। আজকে ৪ টে পর্যন্ত ৩৭টি ঘটনা সামনে এসেছে। পজিটিভ ৩১ জন। ৩ জন ভালো হয়ে গেছে ফিরে গেয়েছে। একটা নিউমোনিয়া কেস। পরিবারই বলেছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করার সুযোগ পায়নি। ৩১ জনের মধ্যে পরিবার টু পরিবার হয়েছে। আলিপুরের চিকিত্সকের পরিবারে ৫ জন। তেহট্টের পরিবারের একজন আক্রান্ত হয়েছি তাঁর পরিবারের ৫ জন। ৫-এ পাঁচ। মেদিনীপুরে ৩ জন। হল ১৩। কালিম্পঙে ৪ জন। কতজন হল? ১৭জন হল শুধু চারটে পরিবার। ৩১ জনের মধ্যে ১৭ জনই চারটে পরিবারের। এজন্য এটা বারবার বলা হচ্ছে দূরত্ব বজায় রাখুন।''
মমতার বার্তা,''আগামী ২ সপ্তাহ খুব ভাইটাল, লকডাউনটাকে সাকসেসফুল করতে হবে। অনেক জায়গায় দেখতে পাচ্ছি, রাস্তায় ঘুরছে। আড্ডা মারার জীবনে সময় পাবেন। বাড়ির মেয়ের মতো রিকোয়েস্ট করছি। একসাথে আড্ডা মারার সুযোগ অনেক পাবেন। দয়া করে এই কটাদিন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকুন।''
আরও পড়ুন- করোনা গলায় হিট করে, উষ্ণ জলে পাতিলেবু দিয়ে খেলে গলাটা ক্লিয়ার হয়ে যায়: মমতা