Mamata Banerjee: রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি বিরোধী জোটের ঘুঁটি সাজাতে আজ ফের দিল্লিতে মমতা

 বিকালে রাজধানীতে পৌঁছনোর পর বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। বুধবার বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। 

Updated By: Jun 14, 2022, 10:46 AM IST
Mamata Banerjee: রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি বিরোধী জোটের ঘুঁটি সাজাতে আজ ফের দিল্লিতে মমতা

সুতপা সেন : উপলক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু লক্ষ্য আরও বড়। লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে  বিজেপি বিরোধী জোট গঠন। আর এই লক্ষ্যকে সামনে রেখেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমল সূত্রে খবর, মঙ্গলবার সুনির্দিষ্ট কোনও সূচি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিকালে রাজধানীতে পৌঁছনোর পর বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। বুধবার বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। রাজনৈতিক গুরুত্বের বিচারে যে বৈঠক এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। সেই রাষ্ট্রপতি নির্বাচনে সব বিরোধী দল একজোট হয়ে যদি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিতে সফল হয়, তবে এই বৈঠক হতে চলেছে তার মহড়া।

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে বিরোধী দলগুলোকে নিয়ে সমাবেশের আয়োজন করেছিলেন মমতা। তবে সেবার জোট গঠনে সফল হননি। এবার আবার উদ্যোগী তিনি। ২ বছর আগে থেকেই তাঁর এই উদ্যোগে এটা পরিষ্কার যে, লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী।

আরও পড়ুন, রুজিরাকে জিজ্ঞাসাবাদ, অভিষেক ত্রিপুরায় রওনা হলেই বাড়িতে যাবে CBI

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.