২৪ ঘণ্টার অনন্য সম্মান অনেক মানুষকে লড়াইয়ের প্রেরণা দেবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৪ ঘণ্টার অনন্য সম্মান আরও অনেক মানুষকে জীবনপথে লড়াইয়ের নতুন প্রেরণা দেবে।  এমনটাই বললেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Feb 24, 2015, 11:07 PM IST
২৪ ঘণ্টার অনন্য সম্মান অনেক মানুষকে লড়াইয়ের প্রেরণা দেবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: সাধারণের মধ্যে থেকেও এঁরা অনন্য। নীতি,আদর্শ ,লক্ষ্য আর নিরলস সাধনা দিয়েই এরা জয় করেছেন প্রতিকূলতা।  এমনই ব্যতিক্রমী পাঁচ ব্যক্তিত্বকে  অনন্য সাধারণ সম্মানে সম্মানিত করল  চব্বিশ ঘণ্টা। অনন্য সাধারণ সম্মানে ভূষিত হয়েছেন অরুনোদয় মণ্ডল,দুলাল সরকার, জগন্নাথ মাহাতো, মউশ্রী বশিষ্ঠ ও চিত্তরঞ্জন দাশগুপ্ত।  এক নজরে দেখে নেওয়া যাক অনন্য সম্মানে এসে কে কী বললেন-

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়- ২৪ ঘণ্টার অনন্য সম্মান আরও অনেক মানুষকে জীবনপথে লড়াইয়ের নতুন প্রেরণা দেবে। 

এসেল গ্রুপের চেয়ারম্যান ডঃ সুভাষ চন্দ্র-  রাজ্যকে এসেল গ্রুপের কর্মভূমি হিসেবে গড়ে তোলা হবে। চব্বিশ ঘণ্টা অনন্য সম্মান অনুষ্ঠানে তিনি এমনটাই বললেন

 

কল্পজগত থেকে মানবজমিনে তাঁর অনায়াস বিচরণ। লেখার পরতে পরতে অপার্থিব আলো। ছোটগল্প থেকে উপন্যাস, সমান স্বচ্ছন্দ তিনি।শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চব্বিশ  ঘণ্টা জীবনকৃতি সম্মানে সম্মানিত বিশিষ্ট এই সাহিত্যিক।

সাধারণের মধ্যে থেকেও এঁরা অনন্য। নীতি,আদর্শ ,লক্ষ্য আর নিরলস সাধনা দিয়েই এরা জয় করেছেন প্রতিকূলতা।  এমনই ব্যতিক্রমী পাঁচ ব্যক্তিত্বকে  অনন্য সাধারণ সম্মানে সম্মানিত করল  চব্বিশ ঘণ্টা। অনন্য সাধারণ সম্মানে ভূষিত হয়েছেন অরুনোদয় মণ্ডল,দুলাল সরকার, জগন্নাথ মাহাতো, মউশ্রী বশিষ্ঠ ও চিত্তরঞ্জন দাশগুপ্ত।

 

এঁদের পথচলাই সাহস যোগায় হাজারো মানুষকে। অনেক  মানুষের ভিড়েও স্বকীয়তায় এঁরা উজ্জ্বল। অন্ধকারে আলোর পথযাত্রী। এমনই তিন কৃতীকে অনন্য সম্মানে সম্মানিত করল চব্বিশ ঘণ্টা। চব্বিশ ঘণ্টা অনন্য সম্মানে ভূষিত হয়েছেন চন্দ্রশেখর ঘোষ, ডঃ দেবল দেব, অভিনেতা প্রসেনজিত। বিশেষ অনন্য সম্মানে সম্মানিত কাঞ্চনজঙ্ঘা অভিযানে হারিয়ে যাওয়া পর্বতারোহী ছন্দা গায়েন।

কল্পজগত থেকে মানবজমিনে তাঁর অনায়াস বিচরণ। লেখার পরতে পরতে অপার্থিব আলো। ছোটগল্প থেকে উপন্যাস, সমান স্বচ্ছন্দ তিনি।শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চব্বিশ  ঘণ্টা জীবনকৃতি সম্মানে সম্মানিত বিশিষ্ট এই সাহিত্যিক।

.