Mamata Banerjee Health Update: দ্রুত সেরে উঠুন মুখ্য়মন্ত্রী, আরোগ্য কামনায় নেটপাড়া

Mamata Banerjee Health Update Social Media Wishes Speedy Recovery: দ্রুত সেরে উঠুন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নেটপাড়ায় শুভেচ্ছার সুনামি   

Updated By: Mar 14, 2024, 10:20 PM IST
Mamata Banerjee Health Update: দ্রুত সেরে উঠুন মুখ্য়মন্ত্রী, আরোগ্য কামনায় নেটপাড়া
মমতা ভাসছেন শুভেচ্ছা বিনিময়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর আহত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পড়ে গিয়ে তাঁর কপালে গভীর ক্ষতের সৃষ্টি হয়ে। রক্তাক্ত অবস্থায় মমতাকে হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রাথমিক চিকিৎসার পর এখন মমতার অবস্থা স্থিতিশীল। কপালে চারটি সেলাই পড়েছে বলেই সূত্রের খবর। হয়েছে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতালে থাকতে চাননি মমতা। তিনি ফিরে এসেছেন বাড়িতে। তবে সাধারণ থেকে সেলেব, সকলেই চিন্তিত মুখ্য়মন্ত্রীর জন্য়। তাঁরা এখন চাইছেন দ্রুত সেরে উঠুক তিনি। নেটপাড়ায় এখন শুভেচ্ছার সুনামি। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে দেখে নিন কে কী লিখলেন....

আরও পড়ুন: Mamata Banerjee Health Update: আহত মমতার খবরে উদ্বিগ্ন সৌরভ, শহরের বাইরে থেকে খোঁজ নিলেন ফোন করে

উডবার্ন ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসার পর মমতাকে হুইল-চেয়ারে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএস সংলগ্ন বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এ। সেখানেই মমতার পরবর্তী ধাপের চিকিৎসা হয় বলেই খবর। জানা গিয়েছে সিটি-স্ক্য়ান ও এমআরআই হবে। মুখ্য়মন্ত্রীর কপালে সেলাই পড়েছে। রক্তপাত বন্ধ হয়েছে। মাথায় রয়েছে ব্য়ান্ডেজ। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। মমতাকে থাকতে হবে বাড়িতেই কয়েক'টি দিন। থাকবেন ডাক্তারদের নজরদারিতেই। ওষুধপত্র চালুও হয়ে গিয়েছে তাঁর। মুখ্য়মন্ত্রীর দ্রুত আরোগ্য় কামনা করেছেন বিরোধী দলের নেতা-নেত্রীরাও। রাজ্য়পাল সিভি আনন্দ বোসও মমতার খবর পেয়ে ছুটে আসেন এসএসকেএমে। তিনি জানিয়েছেন চিন্তার কোনও কারণই নেই। সেরা চিকিৎসাই পেয়েছেন মুখ্য়মন্ত্রী।

আরও পড়ুন: Left Candidate List: বিচারপতির বিরুদ্ধে তরুণ আইনজীবী, কল্যাণে কাঁটা দীপ্সিতা, সৌগতর মুখোমুখি সুজন- বাম তালিকায় চমক

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.