'ভুল বুঝবেন না,' অবাঙালি শিল্পপতিদের 'বহিরাগত' ব্যাখ্যা Mamata-র

শিল্পোদ্যোগীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন,'আপনাদের সঙ্গে আছি। নিশ্চিন্তে ব্যবসা করুন।'

Updated By: Jan 6, 2021, 11:15 PM IST
'ভুল বুঝবেন না,' অবাঙালি শিল্পপতিদের 'বহিরাগত' ব্যাখ্যা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে কোণঠাসা করতে 'বাহারি বনাম বহিরাগত' (Outsider Politics) তত্ত্বে প্রচার চালাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজেও 'বহিরাগত'দের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন। তাহলে কি অবাঙালিরা বাংলায় বহিরাগত? শিল্পপতিদের সামনে তার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন,'রাজ্যে যাঁরা দীর্ঘদিন ধরে রয়েছেন, তাঁদের কথা বলছি না। আমি বিজেপির গুন্ডা ও আরএসএসের দাঙ্গাবাজদের বলেছি।'

ভোটের আগে 'বহিরাগত' (Outsider Politics) ইস্যুকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমায় বিঁধছেন নেতানেত্রীরা। কাঁথির সভায় সৌগত রায় ডাক দেন, 'এই লড়াই বাহারি বনাম বাঙালির।' স্বাভাবিকভাবে রাজ্যের বড় অংশের অবাঙালি নাগরিকের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠা আঁচ করে নবান্নের বৈঠকে অবাঙালি শিল্পপতিদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'যারা দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছেন তাঁদের আমি বহিরাগত বলিনি। ভুল বুঝবেন না। অনেক অবাঙালি এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন। ব্যবসা করছেন। তাঁরা যে ভাষাতেই কথা বলুন না, এ রাজ্যেরই মানুষ। আমি তাঁদের সম্পর্কে বহিরাগত বলিনি। বিজেপির গুন্ডা ও আরএসএসের দাঙ্গাবাজদের বহিরাগত বলেছি। কিছু ভোট পাখি এ রাজ্যে দাঙ্গা বাধাতে আসছে। তারা বহিরাগত।' 

আরও পড়ুন- Mamata-র সঙ্গে সাক্ষাতের পর 'নববর্ষের শুভেচ্ছা' টুইট মুছে 'শুভেচ্ছা' Dhankhar-র

শিল্পোদ্যোগীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন,'আপনাদের সঙ্গে আছি। নিশ্চিন্তে ব্যবসা করুন। বিজেপি ভেদাভেদের রাজনীতি করছে। বাঙালির সঙ্গে মাড়োয়ারিদের ঝগড়া লাগিয়ে দিচ্ছে। হিন্দুদের সঙ্গে মুসলমানের ঝগড়া লাগাচ্ছে। এসব পছন্দ করি না।' এদিনের বৈঠকে রাজ্যপালের টুইটের  তীব্র সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'রাজ্যপাল যা লিখেছেন তা ঠিক নয়। বহিরাগত নিয়ে ভুল তথ্য দিয়েছেন।'

রাজ্যে শিল্পের পরিবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন,গত ১০ বছরে কোনও কর্মদিবস নষ্ট হয়নি । শিল্পের বৃদ্ধি বেড়েছে তিনগুণ। নির্বিঘ্নে ব্যবসা করেছেন শিল্পপতিরা। অন্য রাজ্যে কোনও সমস্যা হলে মন্ত্রীদের জানাতে হয়। এরাজ্যে জেলাশাসকরাই সমাধান করে দেন। মন্ত্রীর কাছে যেতে লাগে না।'

আরও পড়ুন- রাজ্যকে Covid Vaccine পাঠিয়ে দেবে কেন্দ্র, চিঠি এল স্বাস্থ্য দফতরে

.