Mamata banerjee: ৩ মাসের মধ্যে পুলিসে নিয়োগ শেষ করতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

 আগামি তিন মাসের মধ্যে পুলিসে সব নিয়োগ কমপ্লিট করতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: May 11, 2023, 05:42 PM IST
Mamata banerjee: ৩ মাসের মধ্যে পুলিসে নিয়োগ শেষ করতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ফাইল ছবি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামি তিন মাসের মধ্যে পুলিসে সব নিয়োগ কমপ্লিট করতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিস নিয়োগে একাধিক জটিলতা হওয়ার অনেকদিন ধরেই আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এদিন পুলিস নিয়োগ প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে যখন পুলিসে লোক নেওয়া হত, ৬ মাস প্রশিক্ষণ দিতে হত। হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে। কিন্তু একটা ল্যাথার্জি ও ক্যাজুয়ালনেস চলে এসেছে – আজ করছি, কাল করছি। কারণ, যে নিয়োগ করছে তার কিছু যায়-আসে না। কিন্তু যে ছেলে-মেয়েগুলি পরীক্ষা দেন, তাঁরা তো আশায় থাকে চাকরিটা কবে হবে।' 

আরও পড়ুন, Mamata Banerjee: চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা বাড়াতে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের পরামর্শ মমতার

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, 'আমি স্পষ্ট বলছি তিন মাসের মধ্যে পুলিসের সব নিয়োগ শেষ করতে হবে। ট্রেনিং হিসেবে আগে যেটা ৬ মাসে দিতে, সেটা ৭ দিনে দাও। এক একটা পুলিস স্টেশনে লোক পাঠাও। সেখানে ফোর্স বাড়াও। এরপর যখন ফিল্ড ট্রেনিং দেওয়া হবে, তখন সাতদিন করে অন্যান্য ট্রেনিং দেওয়া হোক। মাসের মধ্যে ২১ দিন ফিল্ডে কাজ করানো হোক এবং সাতদিন অন্যান্য বাকি ট্রেনিং করান।’

এর আগে পুলিসের নিয়োগের পরীক্ষায় সমস্ত রেজাল্ট বের করার দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়। যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কলকাতায়। চাকরি প্রার্থীদের দাবি ছিল যে, পুলিস রিক্রুটমেন্ট সমস্ত নিয়োগ আটকে রেখেছে। এরপর মে মাসে কলকাতা পুলিসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আরও বেশি করে পুলিসকে লোক নিতে হবে, নিয়ে আসতে হবে। আমাদের সময়ে আমরা অনেক রিক্রুটমেন্ট পুলিসে করেছি। এবং আরও যেগুলো প্রসেসে আছে…!’

 

আরও পড়ুন, Kaliagung Student Death: কালিয়াগঞ্জকাণ্ডে সিট-তদন্তের নির্দেশ হাইকোর্টের, কারা থাকছেন তদন্তকারী দলে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.