রিপোর্টকার্ড- খেলতে চাও? বলো কবে খেলবে: মমতা; ১০-০ গোলে হারাব: অভিষেক

এ দিন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'আগে ছিল সিপিএমের হার্মাদ। এখন বিজেপির জল্লাদ।

Updated By: Dec 10, 2020, 11:11 PM IST
রিপোর্টকার্ড- খেলতে চাও? বলো কবে খেলবে: মমতা; ১০-০ গোলে হারাব: অভিষেক

নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের রিপোর্ট কার্ড নিয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগের সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ বললেন,'তথ্যের ভিত্তিতে লড়াই হোক। ১০-০ গোলে হারাতে না পারি রাজনীতির আঙিনায় পা রাখব না।' দলের সাংসদের মতোই ধর্মতলায় বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,'আমি একা থাকব একদিকে। আর একদিকে তুমি সারা ভারত সরকার নিয়ে থাকবে। আমি দেখিয়ে দেব, কার কত কব্জির জোর, কার কত মানসিক জোর।'    

এ দিন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'আগে ছিল সিপিএমের হার্মাদ। এখন বিজেপির জল্লাদ। তৃণমূলের উন্নয়নের বিজয়রথ রাস্তায় ছুটবে। যাঁরা ভাবছেন, সন্ত্রাস, হিংসা ফিরিয়ে আনবেন, অনিল বসুদের নেতৃত্বে সেই দিন ফিরিয়ে আনব। তাঁদের বাড়া ভাতে ছাঁই পড়বে। উন্নয়নের বিজয়রথ বাংলার সব প্রান্তে পৌঁছবে। পয়লা ডিসেম্বর থেকে চালু করেছি দুয়ারে সরকার কর্মসূচি। ১০ কোটি মানুষের জন্য স্বাস্থসাথীর কার্ড ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপবাবুদের বলছি, স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে রাখুন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সেজো, বড়, মাঝারি, ছোট- সব নেতা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলবেন। মমতাই চিকিৎসার দায়িত্ব নেবেন। ফলপ্রকাশের পর লোককে মুখ দেখাতে পারবেন না।'

উন্নয়নের পরিসংখ্যান নিয়ে বিতর্কের আহ্বান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আপনার মোদী ৭ বছরে কী করেছে? আমার দিদির ৭ বছরে কী হয়েছে? তথ্যের ভিত্তিতে লড়াই হলে ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না। রিপোর্ট কার্ড বের করেছেন আমাদের জননেত্রী। গোটা দেশে কেউ পারেনি। ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা কর্ম নিয়ে। তোমাদের অস্ত্র। আমাদের রাজনীতি বস্ত্র নিয়ে। তোমাদের জাতের আমাদের ভাতের রাজনীতি। শ্মশান, কবরস্থান নিয়ে তোমাদের রাজনীতি। আমাদের কর্মসংস্থান নিয়ে। কাজের পরিসংখ্যান নিয়ে যখনই বলবেন তখনই বিতর্ক বসতে রাজি।'

ধর্মতলায় অবস্থানমঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়েছেন নেত্রীও। বলেছেন,'যার যত বেশি দুর্নীতি তারা ওদের এক নম্বর নেতা। ছাগলের তৃতীয় ছানারা এখন বাবুদের একনম্বর ছানা। তৃণমূলে থাকলে সারদা-নারদার ছানা। বিজেপিতে গেলে রত্নগর্ভা। একেবারে রত্নের ছানা। সিপিএমের আমলে হয়েছে সারদা। বিজেপি তুমি সব জানতে। একটু খেলো না পিংপং। একটু ডিংডং খেলো। অনেক কিছু আছে। জিটিপিএল খেলো। রাফাল খেলো। খেলার অনেক আছে। খেলতে চাও? বলো কবে খেলবে। জনগণ দর্শক। তোমারা থাকবে একদিকে। আমি একা থাকব একদিকে। আর একদিকে তুমি সারা ভারত সরকার নিয়ে থাকবে। আমি দেখিয়ে দেব, কার কত কব্জির জোর, কার কত মানসিক জোর।'

আরও পড়ুন- এটাই ওঁর স্বভাব ও জীবনশৈলী, গণতান্ত্রিকভাবে লড়ব, Exclusive সাক্ষাৎকারে Nadda

 

.