অনৈতিক কাজ উচিত নয়, মহিলাদের পাশে তৃণমূল, রত্নাকে আশ্বাস দিয়ে নিশানা মমতার

বুধবার বিজেপিতে যোগ দেন শোভন ও বৈশাখী।

Updated By: Aug 14, 2019, 09:35 PM IST
অনৈতিক কাজ উচিত নয়, মহিলাদের পাশে তৃণমূল, রত্নাকে আশ্বাস দিয়ে নিশানা মমতার

নিজস্ব প্রতিবেদন: শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর তৃণমূলের গুরুত্ব বাড়তে চলেছে তাঁর স্ত্রী রত্নার। হাজরা মোড়ে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে তা স্পষ্ট করে দিলেন খোদ দলনেত্রী। মহাসচিবের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'পার্থ দা'কে বলছি রত্নাকে কাজে লাগাবেন।'   
   
মন্ত্রিত্ব ও মেয়রের পদ থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার পর স্বামী-স্ত্রীর সম্পর্কের বিবাদ চলে আসে প্রকাশ্যে। তাঁদের সম্পর্কের অবনতির জন্য বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন রত্নাদেবী। বুধবার বিজেপিতে যোগ দেন শোভন ও বৈশাখী। এরপরই বিজেপিকে কাঠগড়ায় তুলে রত্না দেবী বলেন, 'অনৈতিক কাজ করল বিজেপি। দলের সঙ্গে-স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করা লোককে টেনে নিল তারা। অথচ নৈতিকতার কথা বলে বিজেপি।'   

হাজরা মোড়ে তৃণমূলের প্রাক স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানেও দেখা যায় রত্না চট্টোপাধ্যায়কে। নিজের ভাষণের একেবারে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার বার্তা দেন। তৃণমূল নেত্রী বলেন,'পার্থ দা'কে বলছি রত্নাকে কাজে লাগাবেন। তুমি দুঃখ পেও না। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি আছে, তোমার পাশে তৃণমূল কংগ্রেস পরিবারও। কারও অনৈতিক কাজ করা উচিত নয়। নৈতিক কাজ করা উচিত। সারা ভারতের মহিলাদের পাশে রয়েছে তৃণমূল।'    

একটা সময়ে দিদির অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার মেয়র থেকে মন্ত্রিত্ব-সবই পেয়েছিলেন। তারপরই হঠাত্ নেত্রীর সঙ্গে দূরত্বের সূত্রপাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের জেরেই কি তৃণমূল ছাড়লেন? জি ২৪ ঘণ্টার প্রশ্নে শোভনবাবু বলেছেন, শোভন চট্টোপাধ্যায়ের কথায়, 'টেকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ব্যক্ত করতে পারবেন। কেন, কী হয়েছে কী জায়গায় বলেছিলেন, সেটা তাঁর কাছে পরিষ্কার। ২২ নভেম্বরের পর আমার সঙ্গে যোগাযোগ বা কথা হয়নি। আমাকে বোঝানোর কথা হচ্ছে বলে শুনেছি, সেটা সবটাই জল্পনা।'  

আরও পড়ুন- শোভনের দলে যোগদানের পর কলকাতা পুরসভা জয়ের হুঙ্কার দিলেন মুকুল

.