বিজেপির নৈতিকতা মুখেই, স্ত্রী-সন্তান ছেড়ে দেওয়া শোভনবাবুকে দলে নিল: রত্না

এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Aug 14, 2019, 08:48 PM IST
বিজেপির নৈতিকতা মুখেই, স্ত্রী-সন্তান ছেড়ে দেওয়া শোভনবাবুকে দলে নিল: রত্না

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী-সন্তানকে যিনি ছেড়ে চলে যান, তাঁর মুখে নীতিকথা মানায় না। এমন একটা দলে গেলেন, তারা আবার নীতির কথা বলে। শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের পর প্রতিক্রিয়া দিলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। 

এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই সময় জি ২৪ ঘণ্টায় লাইভ দেখছিলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। পরে রত্নাদেবী ক্ষোভ উগরে দিয়ে বলেন,'একসঙ্গে ফ্ল্যাটে থাকেন দিনের পর দিন। এটা আবার কী রকম বন্ধুত্ব। ৩৬৫ দিন ২৪ ঘণ্টা একসঙ্গে থাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণও শোনেননি শোভনবাবু। স্ত্রী ও সন্তানকে ছেড়েছেন উনি। ওনার বন্ধু সন্তান ও স্বামী ছেড়ে দিয়েছেন। নীতিকথা শোভনবাবুর মুখে মানায় না।'   

বিজেপিকে দুষে রত্নাদেবী আরও বলেন, 'অনৈতিক কাজ করল বিজেপি। দলের সঙ্গে-স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করা লোককে টেনে নিল তারা। অথচ নৈতিকতার কথা বলে বিজেপি।'

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন মুকুল রায়। রত্নাদেবী পাল্টা প্রশ্ন তুলেছেন, কীসের নেত্রী ছিলেন জানি না? ওয়েবকুবার সেক্রেটারির পদে থাকা মানে নেত্রী হলে! সেটা আগামী দিন বলবে। ঘর ভাঙানো মহিলাকে নিয়ে বিজেপি যোগদান করাল। সেই মহিলাকে সাংবাদিক বৈঠক করে দলে নিল তারা।'    

আরও পড়ুন- বিজেপিতে শোভন-বৈশাখী, নতুন দলে যোগদানে মিলে গেল পোশাকের রং

.