Mamata Banerjee in Netaji Indore: উত্কর্ষ বাংলা-র সাফল্য, ১০ হাজার চাকরির নিয়োগপত্র রাজ্যের

মুখ্যসচিব জানিয়ে দেন, রাজ্যের জব ফেয়ার-এ যারা অংশ নিয়েছিলেন তাদের নিয়োগদেওয়া হচ্ছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় আড়াই হাজার প্রার্থী নিয়োগপত্র পাচ্ছে

Updated By: Sep 12, 2022, 02:28 PM IST
Mamata Banerjee in Netaji Indore:  উত্কর্ষ বাংলা-র সাফল্য, ১০ হাজার চাকরির নিয়োগপত্র রাজ্যের

দেবরতি ঘোষ: উত্কর্ষ বাংলা প্রকল্পে যারা কারিগরি শিক্ষা নিয়েছিলেন সেরকম ১০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিভিন্ন বেসরকারি সংস্থায় ওইসব পড়ুয়ারা চাকরি পেয়েছেন। এছাড়াও আইটিআই এর মতো কারিগরি শিক্ষায় যারা সর্বভারতীয় স্তরে ভালো ফল করেছেন তাদের হাতে ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী। 

নেতাজি ইন্ডোরে এক সভায় মমতা আজ বলেন, ক্ষমতায় আসার পরই স্বপ্ন দেখেছিলাম বাংলা একদিন বিশ্বসেরা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, কন্য়াশ্রীতে সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনের পুরস্কার আমরাই পেয়েছি। কন্যাশ্রী আমাদের গর্বের। কয়েক দিন আগে দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আরও একটা খেতাব আমাদের ঘরে এসেছে। সেটি হল বাংলাকে কালচারাল ডেস্টিনেশন হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ২৩ মার্চ এর জন্য পুরস্কার দেওা হবে। ওই পুরস্কার নিতে আমি যাব। গতকালও একটি খবর এসেছে। নিম্নস্তরের যে শিক্ষা তাতে বাংলা দেশে প্রথম হয়েছে।

আরও পড়ুন-নোটিস নাটক! বিভ্রান্তিতে মধ্যরাতে হাজিরা, সময় পাল্টে মেনকাকে নতুন সময় ইডির

আইটিআই পড়ুয়াদের সাফল্যের কথা বলতে গিয়ে মমতা বলেন, এরাজ্যে যারা প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন তাদের গর্ব করা উচিত। গোটা ভারতে মাত্র বিভিন্ন ট্রেডে ২১ জন শীর্ষস্তান অধিকার করেছে। এদের মদ্যে ৯ জন বাংলার। এরজন্য শিক্ষক ও পড়ুয়াদের শুভকামনা জানাচ্ছি। আমার মনে হয়ে এদের উত্সাহ দিতে হবে যাতে বাংলা সব ট্রেডেই শীর্ষস্থান দখল করতে পারে। জলপাইগুড়ির রানিনগরে টাটারা শিল্প গড়ছেন। এতে বিনিযোগ হবে ৬০০ কোটি টাকা। এখানে বিশেষত্ব হল ৬৬ শতাংশ মহিলা ওখানে চাকরি করেন। গত এক বছরের পরিসংখ্য়ান দেখলে চোখে পড়বে গত ১ বছরে ৪৫ হাজার মেয়ে চাকরি পেয়েছে। স্কিল ডিপার্টমেন্ট থেকে উত্কর্ষ বাংলা তৈরি করা হয়েছিল। আজ উত্কর্ষ বাংলা তার উত্কর্ষতার নমুনা দেখিয়েছে। উত্কর্ষ বাংলা থেকে কয়েক হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে। ই-মেলে চিঠি যাওয়া শুরু হবে আজ থেকেই। তিন দিনের মধ্যে আশাকরি সবাই নিয়োগপত্র পেয়ে যাবে।

এদিন মুখ্যসচিব জানিয়ে দেন, রাজ্যের জব ফেয়ার-এ যারা অংশ নিয়েছিলেন তাদের নিয়োগদেওয়া হচ্ছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় আড়াই হাজার প্রার্থী নিয়োগপত্র পাচ্ছে।  এভাবেই দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, কলকাতা, হুগলির পলিটেকনিক, আইটিআই পড়ুয়ারা রয়েছেন।  ৬ জেলায় মোচ ১০ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। এদের কেউ কেউ কাজে যোগ দিয়েছে। কেউ নিয়োগপত্র পাবে। প্রসঙ্গত মমতা এদিন বলেন, যারা জেলা থেকে এসেছেন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন জেলার নোডাল অফিসাররা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেন, এভাবেই তিনটি অনুষ্টানের মাধ্যমে ৩০ হাজার ছেলেমেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.