কালীঘাটে পিকে, অভিষেক, সুব্রতর সঙ্গে বৈঠক 'ফাঁস', 'ফোন রেকর্ডার' ধরলেন Mamata

হোয়াটসঅ্যাপ কল, ফেসটাইম কোনওটাই নিরাপদ নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

Updated By: Jul 22, 2021, 11:15 PM IST
কালীঘাটে পিকে, অভিষেক, সুব্রতর সঙ্গে বৈঠক 'ফাঁস', 'ফোন রেকর্ডার' ধরলেন Mamata

নিজস্ব প্রতিবেদন: ফোনে কথা বলেননি। অথচ তাও রেকর্ড হয়ে গিয়েছে বৈঠকের সমস্ত কথাবার্তা। প্রশান্ত কিশোরের ফোনকে রেকর্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার বিস্ফোরক এমন অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।          

২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের সভায় মমতা (Mamata Banerjee) বলেছিলেন,'কালীঘাটের বৈঠকের সমস্ত তথ্য হ্যাক করে নেওয়া হয়েছিল।' কীভাবে ধরতে পারলেন সেটা এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'কাল তো ছোট্ট ঘটনা বললাম। নির্বাচনের আগে  কালীঘাটে আমার বাড়িতে একটা বৈঠক করছিলাম আমি, সুব্রত বক্সি, অভিষেক আর পিকে। ফোনগুলি আমাদের কাছে ছিল। একটা জায়গায় রেখেছিলাম। আমরা ফোনে কথা বলিনি কেউ। ভিতরের মিটিংটা টোটাল রেকর্ড করে নিয়েছে। কী করে নিল? আমি তো ক্যামরা আনাইনি। ভিডিয়ো করিনি। পিকের ফোনটা অডিট করতে গিয়ে দেখছে আমরা কী আলোচনা করছি ডিটেলসটা বেরিয়েছে। বুঝতে পারছেন হাও ডেঞ্জারাস! পরিস্থিতি কোন দিকে গিয়েছে।' 

হোয়াটসঅ্যাপ কল, ফেসটাইম কোনওটাই নিরাপদ নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,'টোটালটাই রেকর্ডিং করে নিচ্ছে। ফোনটাই রেকর্ডার। আগে ভাবতাম হোয়াটসঅ্যাপ সেফ। নট অ্যাট অল সেফ। সবচেয়ে বড় আনসেফ। ফেসটাইম অডিয়ো ভেবেছিলাম সেফ। টোটাল আনসেফ। সব খেয়ে নিয়েছে পেগাসাস।'

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে অভিষেক ও প্রশান্তের ফোনে আড়িপাতা হয়েছে বলে প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। সেক্ষেত্রে তাঁর ফোনও বাদ পড়েনি বলে দাবি করেন মমতা (Mamata Banerjee) । তাঁর ব্যাখ্যা,'একজনের ফোন ট্যাপ করলে কত জনকে ট্যাপ করা যায় জানেন? ধরুন পিকে আমার ইলেকশনে কাজ করেছে। পিকে আমার ফোনে কথা বলছে। মানে আমার কথাও আড়ি পেতে নিল। অভিষেকের সঙ্গে রাজনৈতিক ব্যাপার নিয়ে দিনে ৫০ বার কথা বলি। ট্যাপ করে নিল। আমার সঙ্গে সাংবাদিক, অফিসারদের কথা হয়। টোটালটাই রেকর্ড করে নেয়। আজকে নয় দীর্ঘদিন ধরে বলেছি। এটা লিউকোপ্লাস্ট লাগিয়ে প্রতীকী প্রতিবাদ।'

আরও পড়ুন- বাঁচতে দুটো রাস্তা, ফোন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও অথবা শ্রাদ্ধ করে বাদ দাও: Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.