Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হলফনামা জমার নির্দেশ আদালতের

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিকাশ ভট্টাচার্যের। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের আর্জি। বৃহস্পতিবার হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির। প্রসঙ্গত, মঙ্গলবার আলিপুরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে মামলা। 

Updated By: Mar 15, 2023, 11:59 AM IST
 Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হলফনামা জমার নির্দেশ আদালতের
ফাইল ছবি

অর্ণবাংশু নিয়োগী: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। এ বিষয়ে বিচারপতি টি.এস. শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানানো হয়। বৃহস্পতিবার হলফনামা দাখিল করার নির্দেশ বিচারপতির।মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়েই অভিযোগ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

আরও পড়ুন, Chicken Price: চিকেন আর চিপ নয়, হেলাফেলার গিলে-মেটেই এখন পড়ছে পাতে!

আলিপুর জাজেস কোর্টে দাঁড়িয়ে কথায়-কথায় চাকরি বাতিল না করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "প্রধান বিচারপতি এখানে নেই। আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন। দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। যদিও এটা আমার ব্যক্তিগত মত।'' মততার বক্তব্যের এই অংশ-সহ একাধিক কথা নিয়ে অভিযোগ। চাকরি বাতিল নিয়েও একাধিক মন্তব্য ঘিরে অভিযোগ আনা হয়।শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন মামলাকারীরা। 

প্রসঙ্গত,  গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম - দশম  সব মামলা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন। এদিন আলিপুরে মুখ্যমন্ত্রী বলেন, 'জেনেশুনে কোনও অন্যায় করিনি। আমরা ক্ষমতায় আসার পর, একটা সিপিএম ক্য়াডারের চাকরি খাইনি'। সঙ্গে আর্জি, 'যাঁরা অন্যায় করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রোজ কথায় কথায় চাকরি বাদ দিচ্ছে। কালও দুজন আত্মহত্যা করেছে। যদি কেউ ভুল করে তার দায় কেন সবাই নেবে। একটু ভেবে দেখবেন। ছেলেমেয়েরা যেন অবিচারের শিকার না হয়, তাঁদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন।

তিনি বলেন, “একজন চাকরি করছে বলেই বিয়ে করে সংসার করছে, চাকরি করে বলেই বাবা-মাকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে চাকরি চলে গেলে তারা খাবে কি? তাদের সন্তানদের মুখে কীভাবে খাবার তুলে দেবে?” সেই আর্জি জানিয়ে মমতার দাবি, 'যদি কোনও ভুল করে থাকে, তাঁকে সুযোগ দেওয়া হোক। দরকার হলে আবার পরীক্ষা দিক'।

আরও পড়ুন, Beleghata Clash: গোষ্ঠী সংঘর্ষে তোলপাড় বেলেঘাটা; অবরোধ তুলতে পুলিসের লাঠি, আহত ৩

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.