ঠিক মতো টিকা দেওয়া হচ্ছে না, বঞ্চনার শিকার বাংলা, কেন্দ্রকে তোপ Mamata-র

টিকার দাবিতে রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রকে চিঠি দেওয়ার নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)।

Updated By: Jun 30, 2021, 11:11 PM IST
ঠিক মতো টিকা দেওয়া হচ্ছে না, বঞ্চনার শিকার বাংলা, কেন্দ্রকে তোপ Mamata-র

নিজস্ব প্রতিবেদন: টিকা বণ্টনে বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ছোট ছোট রাজ্যগুলিকেও বাংলার চেয়ে টিকা দেওয়া হয়েছে। কেন্দ্র টিকা না দেওয়ায় থমকে গিয়েছে রাজ্যের টিকাকরণ কর্মসূচি। 

 

ডিসেম্বরে ভারতে টিকাকরণ সম্পূর্ণ হলেও মমতার (Mamata Banerjee) ঔদ্ধত্যের জন্য বাংলা পিছিয়ে থাকবে বলে মঙ্গলবার 'ভবিষ্যদ্বাণী' করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বুধবার তার জবাব দিলেন মমতা। তিনি বলেন,'আমি কাল দেখেছি কিছু কিছু নেতারা অনেক বড় ভাষণ দিয়েছে। ত্রাতার ভূমিকায় নেমে পড়েছে। মনে রাখবেন ২.১৭ কোটি টিকার ডোজ দিয়েছি। বলছে আমরা কাজ করিনি। ১.৯৯ কোটি টিকা পেয়েছি। ১.৯০ কোটি ডোজ দিয়েছি। ভ্যাকসিন নেই বলে কলকাতায় আজ ও কাল দ্বিতীয় ডোজ দিচ্ছি।'

এরপরই বঞ্চনার অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'বাংলা কেন ১.৯৯ কোটি পাবে যেখানে উত্তরপ্রদেশ প্রায় সাড়ে তিন কোটি, মহারাষ্ট্র ৩ কোটি ১২ বা ১৭ লক্ষের মতো টিকা পেয়েছে। আমার আপত্তি নেই তারা পাক। গুজরাট, রাজস্থানের মতো ছোট রাজ্যগুলি আমাদের চেয়ে বেশি টিকা পেয়েছে। বাংলাকে এরা বদনাম করে। আর বাংলাকে টিকা দেয় না। বড় বড় কথা বলে। কেন তিন কোটি ভ্যাকসিন দেওয়া হয়নি? ৫৯ কোটি টাকা দিয়ে ১৮ লক্ষ ডোজ টিকা কিনেছি। বলেছিলাম কেন্দ্র না দিলে রাজ্য কিনবে। আমরা কথা রেখেছি। আমরা টিকা যা পেয়েছি তার রূপায়ন ও ব্যবহারে আমরা ভারতে প্রথম। আমাদের টিকা সিস্টেম খুব ভালো। আমি নিজেও কিনতে পারছি না তুমিও দিচ্ছো না। দেবে বলেছিলে তো দিচ্ছ না কেন? তা সত্ত্বেও ৪০ লক্ষ গাড়ির চালক, হকার, চালকলের শ্রমিক, কেবলের কর্মী এবং বস্তিবাসীদের টিকা দিয়েছি। একটা রাজনৈতিক দল সারাক্ষণ সমালোচনা করে বেড়ায়।'

 

টিকার দাবিতে রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রকে চিঠি দেওয়ার নির্দেশ দেন মমতা। বলেন, 'আমাদের টিকা ঠিকমতো দেওয়া হচ্ছে না। অন্য রাজ্য সাড়ে তিন কোটি পেলে আমরা এক কোটি কেন পাব? বঞ্চনা করা হচ্ছে। দ্বিবেদী আজই চিঠি দাও।'           

আরও পড়ুন- একাদশ থেকে দ্বাদশে উঠলেই ট্যাবের জন্য ₹১০ হাজার, সবুজ সাথীতে ১২ লক্ষ সাইকেল: Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.