ইউপিএ নিয়ে উলটপুরাণ

রাজ্যে নতুন সরকারের আমলে প্রথমবার ইউএপিএ-তে মামলা করার আবেদন জানাল কলকাতা পুলিস। কলকাতা থেকে ধৃত ৫ মাওবাদীকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পরে, এই আবেদন জানানো হয়।

Updated By: Mar 13, 2012, 09:06 PM IST

রাজ্যে নতুন সরকারের আমলে প্রথমবার ইউএপিএ-তে মামলা করার আবেদন জানাল কলকাতা পুলিস। কলকাতা থেকে ধৃত ৫ মাওবাদীকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পরে, এই আবেদন জানানো হয়। অথচ বিরোধী নেত্রী থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ইউএপিএ-কে কালা কানুন বলে, তা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন। তাতপর্যপূর্ণ হল, তাঁর সরকার ক্ষমতায় আসার ১০ মাসের মধ্যেই ধৃত মাওবাদীদের বিরুদ্ধে  ইউএপিএ প্রয়োগ করতে তত্পর হল।
মঙ্গলবার ওই পাঁচ মাওবাদীকে আদালতে আনা হলে আদালত চত্বরের বাইরে বিক্ষোভ দেখায় বন্দি মুক্তি কমিটি।  রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি সহ অন্যান্য দাবিতে পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় তারা। তার জন্য আদালত চত্বরে মোতায়েন ছিল কড়া পুলিসি প্রহরা। 
 
 

.