মাওবাদী-প্রসঙ্গে চাপ বাড়ালেন মহাশ্বেতা দেবী

জঙ্গলমহলে যৌথ বাহিনী প্রত্যাহারের প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপ বাড়ালেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী। প্রশ্ন তুললেন, রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে।

Updated By: Oct 8, 2011, 09:00 PM IST

জঙ্গলমহলে যৌথ বাহিনী প্রত্যাহারের প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপ বাড়ালেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী।
প্রশ্ন তুললেন, রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে।
শনিবার তিনি বলেন, নির্বাচনের আগে যারা জঙ্গলমহল থেকে যৌথবাহিনী তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সেই প্রতিশ্রুতি পালন করা উচিত।
সরকারে আসার পর তারা তা করেনি। অন্য দিকে, মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের
উন্নয়ন নিয়ে আগামী ১৫ অক্টোবর জেলায় বৈঠক করবেন তিনি। কিন্তু পশ্চিম মেদিনীপুর সফরে গিয়ে জঙ্গলমহলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির
পর্যালোচনাও করবেন কি? সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী।
তবে, মাওবাদী উপদ্রুত পশ্চিম মেদিনীপুর সফরের আগে জঙ্গলমহলে যৌথ বাহিনী প্রত্যাহার প্রসঙ্গে ‌`হাজার চুরাশির মা`র মন্তব্য নিশ্চিতভাবেই
বিড়ম্বনা বাড়াল মুখ্যমন্ত্রীর।

.