মাধ্যমিকে প্রশ্নপত্র বিভ্রাট দ্বিতীয় দিনেও

মাধ্যমিকে প্রশ্নপত্রের বিভ্রাটের অভিযোগ উঠল আরও দুটি পরীক্ষাকেন্দ্রে।  বেলতলা গার্লস স্কুলের মতোই গতকাল নাকাল হতে হয়েছে ভবানীপুর আদর্শ হিন্দি হাইস্কুলের ছাত্রদের। ঘটনাটি ঘটেছে ন্যাশনাল হাইস্কুলে। প্রশ্নপত্র বিভ্রাটে নাকাল হতে হয়েছে আলিপুরদুয়ারের হিন্দি হাইস্কুল সেন্টারের পরীক্ষার্থীদেরও। ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে।  গোটা ঘটনার পর পেরিয়ে গেছে চব্বিশ ঘণ্টা। পর্ষদের কাছে এখনও স্পষ্ট নয় ঠিক কী ঘটেছে। ফলে ব্যবস্থা নেওয়া দূর অস্ত। 

Updated By: Feb 26, 2013, 07:32 PM IST

মাধ্যমিকে প্রশ্নপত্রের বিভ্রাটের অভিযোগ উঠল আরও দুটি পরীক্ষাকেন্দ্রে।  বেলতলা গার্লস স্কুলের মতোই গতকাল নাকাল হতে হয়েছে ভবানীপুর আদর্শ হিন্দি হাইস্কুলের ছাত্রদের। ঘটনাটি ঘটেছে ন্যাশনাল হাইস্কুলে। প্রশ্নপত্র বিভ্রাটে নাকাল হতে হয়েছে আলিপুরদুয়ারের হিন্দি হাইস্কুল সেন্টারের পরীক্ষার্থীদেরও। ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে।  গোটা ঘটনার পর পেরিয়ে গেছে চব্বিশ ঘণ্টা। পর্ষদের কাছে এখনও স্পষ্ট নয় ঠিক কী ঘটেছে। ফলে ব্যবস্থা নেওয়া দূর অস্ত। 
বেলতলা গার্লস স্কুলের মতো প্রশ্নপত্র বিভ্রাটে নাজেহাল হতে হয়েছে ভবানীপুর আদর্শ হিন্দি হাইস্কুলের ছাত্রদেরও। ভবানীপুর আদর্শ হিন্দি স্কুলের সিট পড়েছিল ন্যাশনাল হাইস্কুলে। সোমবার ছিল  প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার্থীদের অভিযোগ, শুধুমাত্র দশম শ্রেনীর পাঠ্য বিষয়ের ওপরেই যেসব ছাত্রদের পরীক্ষা দেওয়ার কথা ছিল,  তাদের দেওয়া হয় দশম ও নবম শ্রেনীর পাঠ্য বিষয়ের ওপর তৈরি প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের অভিযোগ,
বারবার  শিক্ষকদের  জানানো  সত্বেও ওই প্রশ্নেই তাদের পরীক্ষা দিতে বাধ্য করা হয় । শুধু কলকাতাই নয়। একই অভিযোগ উঠলো আলিপুরদুয়ার হিন্দি হাইস্কুলের বিরুদ্ধেও। অভিযোগ তাদের ক্ষেত্রেও ভুল প্রশ্নে উত্তর দিতে বাধ্য করা হয়।  
 
 ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা রীতিমত চিন্তিত হলেও ঘটনার ২৪ ঘন্টা পরেও পর্ষদের কাছে পরিষ্কার নয় আদৌ ভুল হয়েছে কিনা। বরং সাংবাদিকদের প্রশ্নই এড়িয়ে যেতে চাইলেন পর্ষদ কর্তা। গতবছরও একইভাবে প্রশ্ন বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হয়েছিল ছাত্রছাত্রীদের। এবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পরপরদুবছর যখন একই ঘটনা ঘটল তখন কেন পর্ষদ এখনও বুঝতে পারছেনা কোথায় গন্ডগোল  সেবিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ?
 

.