আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
পরীক্ষা শেষের ঊননব্বই দিনের মাথায় আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকাল নটায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে। দশটার পরে ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের হাতে। এ বছর মাধ্যমিক পরীক্ষা চলে এক থেকে দশই ফেব্রুয়ারি।
ওয়েব ডেস্ক: পরীক্ষা শেষের ঊননব্বই দিনের মাথায় আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকাল নটায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে। দশটার পরে ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের হাতে। এ বছর মাধ্যমিক পরীক্ষা চলে এক থেকে দশই ফেব্রুয়ারি।
পরীক্ষার্থীর সংখ্যা এগারো লক্ষ তিপ্পান্ন হাজার চারশো বত্রিশ। ওয়েবসাইট ও এসএমএসের ফল জানা যাবে। বেলা এগারোটা থেকে ফল জানা যাবে www.wbbse.org, wbresults.nic.in, wb10.knowyourresult.com, www.examctc.com, www.examresult.net প্রভৃতি ওয়েবসাইটে। এছাড়া WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৪২৪২, ৫৬২৬৩ এই নম্বরে পাঠালেও ফল মিলবে।