পিছলো মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
সোমবার প্রকাশিত হচ্ছে না মাধ্যমিকের ফল। প্রাথমিকভাবে ওই দিন ফল-প্রকাশের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির ফলে রেজাল্ট তৈরিতে দেরি হচ্ছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে মঙ্গলবার বা বুধবার ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে তারা। উচ্চমাধ্যমিকের ফল ৪ জুনের পরিবর্তে ফল সম্ভবত প্রকাশিত হবে ৬ জুন।
সোমবার প্রকাশিত হচ্ছে না মাধ্যমিকের ফল। প্রাথমিকভাবে ওই দিন ফল-প্রকাশের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির ফলে রেজাল্ট তৈরিতে দেরি হচ্ছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে মঙ্গলবার বা বুধবার ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে তারা। উচ্চমাধ্যমিকের ফল ৪ জুনের পরিবর্তে ফল সম্ভবত প্রকাশিত হবে ৬ জুন।
জীবনের প্রথম বড় পরীক্ষার ফল কয়েকটা দিন বেশি অপেক্ষা করতে হবে ১১ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীকে। প্রথমে সোমবার ফল প্রকাশের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির জন্য কিছু রেজাল্ট অসম্পূর্ণ থাকায় ওই দিন ফল প্রকাশ হবে না। সোমবারের পরিবর্তে মঙ্গল অথবা বুধবার ফল প্রকাশিত হবে। শুধু মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশও পিছোচ্ছে। ৪ জুন ফলপ্রকাশের পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করেছে সংসদ। তেসরা জুন রাজ্যে ৬টি পুরসভায় ভোটগ্রহণ। ফলে ৪ জুন পুরসভাগুলির অধিকাংশ স্কুলই থাকবে নির্বাচন কমিশনের দখলে। ওই দিন উচ্চমাধ্যমিক ফল বেরোলে সমস্যা হতে পারে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রদের। তাই ৪ জুনের পরিবর্তে ৬ জুন উচ্চমাধ্যমিকের ফল-প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ এবং উচ্চমাধ্যমিকে ৭ লক্ষ।