দ্বিতীয় দিনে জেলখানায় রিল্যাক্সড মদন, পাশের বন্দি করে দিল তেল মালিশ

ওয়েব ডেস্ক: জেলে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় দিনে রিল্যাক্সড মদন  মিত্র। তাঁর ফাইফরমাশ খাটছেন দুই বন্দি। তাদেরই একজন তিলজলা গুলি কাণ্ডে গোয়েন্দা পুলিসের হাতে ধৃত সরফু। দুপুরে স্নানের আগে, বাড়ি থেকে আনা অলিভ ওয়েলে এই সহবন্দি প্রায় আধঘণ্টা মালিশ করে দেন মদন মিত্রকে।
আজও বাড়ি থেকে আনা খাবারই খেয়েছেন তিনি। যদিও প্রথম সারির বন্দি হিসেবে জেলে তাঁর জন্য আলাদা রান্নার বন্দোবস্ত রয়েছে। তবে লিকার চা ও বিস্কুট ছাড়া জেলের কোনও খাবারই মুখে তোলেন না হেভিওয়েট বন্দি।
জেল সূত্রে খবর, শুক্রবার অনেক রাত পর্যন্ত বই পড়েন তিনি। মশার উত্‍পাতে চোখে ঘুম ছিল না। একসময় বিরক্ত হয়ে বারান্দায় পায়চারিও করেন।
জানতে পেরে ভোরেই জরুরি তলব যায় পুরকর্মীদের কাছে। জেলের ভেতরে, বাইরে যুদ্ধকালীন তত্‍পরতায় মশা মারার তেল ছড়ানো হয়।

English Title: 
madan mitra second day in jail
News Source: 
Home Title: 

দ্বিতীয় দিনে জেলখানায় রিল্যাক্সড মদন, পাশের বন্দি করে দিল তেল মালিশ

দ্বিতীয় দিনে জেলখানায় রিল্যাক্সড মদন, পাশের বন্দি করে দিল তেল মালিশ
Yes
Is Blog?: 
No