মুখে বন্দেমাতরম স্লোগান দিয়ে ফের শ্রীঘরে মদন, আপাতত থাকতে হবে ১৪দিন

খারিজ হয়ে গেল মদন মিত্রের জামিনের আবেদন। ১৬ জানুয়ারি পর্যন্ত আপাতত তিনি জেল হেফাজতেই থাকছেন। আদালত থেকে বেড়বার সময় রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রীর গলায় ছিল বন্দেমাতরম স্লোগান।

Updated By: Jan 2, 2015, 05:22 PM IST
মুখে বন্দেমাতরম স্লোগান দিয়ে ফের শ্রীঘরে মদন, আপাতত থাকতে হবে ১৪দিন

কলকাতা: খারিজ হয়ে গেল মদন মিত্রের জামিনের আবেদন। ১৬ জানুয়ারি পর্যন্ত আপাতত তিনি জেল হেফাজতেই থাকছেন। আদালত থেকে বেড়বার সময় রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রীর গলায় ছিল বন্দেমাতরম স্লোগান।

সারদা রিয়েলটি মামলায় আজ ফের আদালতে পেশ করা হয় বে মন্ত্রী মদন মিত্রকে। জেল হেফাজতে যাওয়ার পর এই প্রথম তাঁকে আদালতে তোলা হচ্ছে। জামিনের জন্য তাঁর আইনজীবীদের পক্ষ থেকে আজ জোরালো সওয়াল করা হয়।

যেহেতু সিবিআই মন্ত্রীকে আর নিজেদের হেফাজতে চায় না, তাই তাঁকে যে কোনও শর্তে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানান আইনজীবীরা। সিবিআই আইনজীবী তীব্র বিরোধিতা করেন।

তাঁদের যুক্তি, মদন মিত্র অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিনে মুক্তি দেওয়া হলে তথ্য-প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে।   

.