রাজ্য জুড়ে LPG সঙ্কট চরমে, গৃহস্থের কপালে ভাঁজ
রাজ্য জুড়ে LPG সঙ্কট চরমে। বুকিংয়ের পর সিলিন্ডার পেতে কোথাও এক মাস, কোথাও দেড় মাস সময় লেগে যাচ্ছে। ডিস্ট্রিবিউটর-ডিলাররা দূষছেন যোগানের অভাবকে। বিভ্রান্তি রয়েছে আধার নিয়েও।
ওয়েব ডেস্ক: রাজ্য জুড়ে LPG সঙ্কট চরমে। বুকিংয়ের পর সিলিন্ডার পেতে কোথাও এক মাস, কোথাও দেড় মাস সময় লেগে যাচ্ছে। ডিস্ট্রিবিউটর-ডিলাররা দূষছেন যোগানের অভাবকে। বিভ্রান্তি রয়েছে আধার নিয়েও।
LPG সংকটে রাজ্য জুড়ে এটাই ছবি। আজ গ্যাস বুক করলে বাড়িতে সিলিন্ডার পৌছচ্ছে দেড় মাস পর।
মূলত যে কারণে যোগানের এই সংকট, তার মধ্যে রয়েছে...
১) হলদিয়া বন্দরের নাব্যতা কমে যাওয়া
২) বিভিন্ন প্লান্টে কর্মী বিক্ষোভ
৩) হঠাত চাহিদা বেড়ে যাওয়া
৪) পর্যাপ্ত সিলিন্ডারের যোগান না থাকা
৫) ক্রেতার সংখ্যা বাড়লেও উত্পাদন না বাড়া
UPA জমানায় আধার কার্ডের সঙ্গে LPG ভরতুকির যে প্রকল্প চালু হয়েছিল, তা সূপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। মোদি সরকার শুরু থেকেই এ নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেনি। প্রধানমন্ত্রী জন-ধন যোজনায় প্রতিটি গ্রাহকের ব্যঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়। সেই অ্যাকাউন্টেও ভরতুকির টাকা বেশিরভাগ ক্ষেত্রেই জমা পড়ছে না। তাহলে কি DBTL ব্যবস্থা লোপ পেয়েছে?
বছরে ১২টি সিলিন্ডার ভরতুকিতে পাওয়ার কথা। কিন্তু সিলিন্ডার যদি দেড় মাস পরে পরে পাওয়া যায়, তাহলে এমনিতেই বছরে ৯টার বেশি পাচ্ছেন না গ্রাহক। সেক্ষেত্রে কি উপভোক্তা বিষয়ক আইন লঙ্ঘন হচ্ছে না? এরও জবাব নেই বহুজাতিক তেল সংস্থাগুলির কাছে।