18 January 2021, 17:45 PM
সভামঞ্চে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘো।
* বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীকে আজ আর কেউ জিজ্ঞেস করেনি। নবান্নে বসবে বিজেপির মুখ্যমন্ত্রী। দেখে নেবেন তখন।
* দিলীপ ঘোষের শুধু মুখ না, হাত পাও চলে। জিতলে শারীরিক ভূগোল পাল্টে দেব
* সরকার যমের দুয়ারে পৌঁছে গেছে।
* বিজেপি শান্তিপ্রিয় দল। অভ্যাস না পাল্টালে মুশকিল, আজকেও মিছিলে হামলা হয়েছে।
* পাহাড়াদার গেটের বাইরে থাকবে পুরো বাগানই চুরি হয়ে যাবে।
* গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তা ফিরিয়ে আনার সময় হয়ে গেছে।
* সোনার বাংলা গড়ার শপথ নিয়ে আমরা নেমেছি। আপনার দলকে খুঁজে পাওয়া যাবে না।
* গঙ্গার ওপারে আপনার দল পৌঁছবে না।
* দেশের সর্বত্র জয় শ্রী রাম আর ভারত মাতার জয় স্লোগান উঠছে।
18 January 2021, 17:45 PM
* আমি তৃণমূলকে দল বলব না। ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানী। বিহার থেকে টাকা দিয়ে লোক ভাড়া করেছে। বুদ্ধি ধার নিতে প্রশান্ত কিশোরকে এনেছেন।
* পুলিস এখন দলদাস থেকে ক্রিতদাস।
* যখন ভোট আসে তখন তাঁর নন্দীগ্রামের কথা মনে পড়ে। ৫ বছর অন্তর নন্দীগ্রামে যান।
* নন্দীগ্রামের মানুষের জন্য কী করেছেন? উত্তর দিতে পারবেন দিদি?
* নন্দীগ্রামে মমতা দাঁড়ান আর যেই দাঁড়ান। আঝ সন্ধের তারিখ দিয়ে লিখে রাখুন, 'সাত লক্ষ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব'
* এখানে ১০টা আসনেই আপনারা পদ্মশিবিরকে জেতাবেন। ত্রাণ চোর, চাল চোর, টিকা চোর প্রাইভেট কোম্পানীকে আপনারা সরাবেন।
* অনুমতি নেব না পুলিসের। এর পরের মিছিল গড়িয়া মোড় থেকে হাজরা মোড় থেকে করব, দিলীপ দার সঙ্গে।
18 January 2021, 17:30 PM
সভামঞ্চ থেকে কী বার্তা শুভেন্দুর। নজর সেদিকেই...
* মিনি পাকিস্তান বলা মন্ত্রীর ছোট ছোট ভাইরা ঢিল ছুঁড়ছিল। আপনারা যা তাড়াটা করলেন না, যুব মোর্চার কর্মীদের আমি সেলাম জানাই। পুরো মোদীজির মতো, ঘর মে ঘুসকে মারা।
18 January 2021, 17:15 PM
রাসবিহারীর সভামঞ্চ থেকে বক্তব্য রাখছেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী
18 January 2021, 17:00 PM
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আজ সভা থেকে সেই বার্তাই দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়ায় জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানান, 'শুভেন্দু ভবানীপুরে জানাবেন কিনা জানি না। কে কোথা থেকে দাঁড়াবে সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু ভবানীপুরে মমতা জিততে পারবে না বুঝেই চলে গিয়েছে নন্দীগ্রামে চলে গিয়েছেন। যেখান থেকেই দাঁড়ান, বিজেপি ওনাকে চ্যালেঞ্জ দেবে'
18 January 2021, 16:45 PM
চারুমার্কেটের সামনে তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন ইট, ঢিল ছুঁড়তে শুরু করেন। ওপরদিক থেকে পাল্টা বিজেপি কর্মীরা আক্রমণ করেন। পাবলিক সার্ভিস অফিসের সামনেও উত্তেজনা ছড়ায়।
18 January 2021, 16:45 PM
18 January 2021, 16:45 PM
অভিযোগ এই বহুতল থেকেই ইট, জলের বোতল ইত্যাদি ছোড়া হয়।
18 January 2021, 16:30 PM
চারু মার্কেটের কাছে BJP-র মিছিল পৌঁছতেই উত্তেজনা। বহুতল থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি 'গো ব্যাক মীরজাফর' স্লোগান ওঠে। সব মিলিয়ে উত্তেজনা ছড়ায়। পতাকা ছিঁড়ে ফেলা হয়। অভিযোগ রাস্তার পাশেই তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিল।
18 January 2021, 16:15 PM
দক্ষিণ কলকাতায় শুভেন্দুর রোড শো-এ জন সমাগম চোখে পড়ার মতো। রাস্তার দু-ধারেও উপছে পড়া ভিড়।
18 January 2021, 16:00 PM
মিছিলের একটি অংশ ইতিমধ্যেই রাসবিহারী অ্যাভিনিউ ছুঁয়েছে। মিছিলে রয়েছেন, শঙ্কুদেব পন্ডা, ভারতী ঘোষ, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলীয় নেতৃত্বরা।
18 January 2021, 15:30 PM
টলিগঞ্জ থেকে শুরু হয়েছে শুভেন্দু-বিজেপির মিছিল। এর আগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্ততীতে বিজেপির মিছিলে যোগ দিতে পারেননি শুভেন্দু। তবে আজ টলিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল করবেন শুভেন্দু। মমতার মাস্টারস্ট্রোকের পর কী বার্তা দেবেন শুভেন্দু। এখন তারই অপেক্ষা।
18 January 2021, 14:15 PM
18 January 2021, 14:00 PM
জোড়াফুলের ডেরায় পদ্ম শিবিরের চ্যালেঞ্জ। মমতার খাসতালুকে আজ রোড শো করতে চলেছেন শুভেন্দু অধিকারী। টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত যাবে মিছিল। এরপর জনসভা। মিছিলে থাকছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। দক্ষিণ কলকাতার পথে কী বার্তা শিশির পুত্রের? সেদিকেই নজর বাংলার।