Live Update: 'অশনি' সঙ্কেত বাংলায়! ঝড়ের কী প্রভাব পড়বে এই রাজ্যে?

 বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে 'অশনি'

Updated By: May 11, 2022, 02:02 PM IST
Live Update: 'অশনি' সঙ্কেত বাংলায়! ঝড়ের কী প্রভাব পড়বে এই রাজ্যে?
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: অন্ধ্রপ্রদেশের মছ্লিপত্তনমের প্রায় কাছাকাছি রয়েছে এই ঝড়। কাকিনাড়া থেকে অনেকটাই কাছে। আগামি কয়েক ঘন্টার মধ্যে রি-কার্ভ করবে এই ঝড়। অর্থাত বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে। অন্ধ্রপ্রদেশ হয়ে ওড়িশা উপকূল এবং তারপর বাংলার উপকূলের কাছাকাছি সমুদ্র পৃষ্ঠ দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে এই ঝড়। যদিও সাধারণ ঘূর্ণীঝড়ে পরিণত হবে কয়েক ঘন্টা পরে। বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে 'অশনি'। বর্তমানে ঘন্টায় ৬ কিলোমিটারের থেকে গতিবেগ দ্বিগুণ হয়েছে। এখন ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে অশনি।পশ্চিমবঙ্গ উপকূলে প্রভাব পড়বে বুধবার বিকেল অথবা সন্ধে নাগাদ। তবে সেই প্রভাব সীমাবদ্ধ থাকবে। উপকূলে বিক্ষিপ্তভাবে ভারী ও সাধারণ ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে।

2.02 pm: বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে স্থলভাগ ছোঁবে অশনি

2 pm: কলকাতা, উত্তর এবং দক্ষিন ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলী সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেলে

9.10 am:  হাওড়া, হুগলী, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর এবং দক্ষিন ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় দমকা হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

8.15am: রাজ্যে ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই

8.11 am: শক্তি হারিয়েছে অশনি। তার অভিমুখ উপকূলের দিকে নয়।

8.10 am: উপকূল অঞ্চলে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি চলবে

8.10 am: পশ্চিমবঙ্গ উপকূলে বিপর্যয়ের সম্ভাবনা নেই

8.09 am: কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

8.05 am: নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

8 am: উপকূলের জেলায় আজ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.