মুখ্যমন্ত্রীকে চিঠি

রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ সঞ্জীব রেড্ডি। আইএনটিইউসির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, রাজ্যে শ্রমিক সংগঠনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে।

Updated By: Nov 9, 2011, 08:58 PM IST

রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ সঞ্জীব রেড্ডি। আইএনটিইউসির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, রাজ্যে শ্রমিক সংগঠনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে। সিপিআইএমের অভিযোগ নির্বাচনের পর তাঁদের তেতাল্লিশজন কর্মী খুন হয়েছেন। বহুজায়গায় দখল করে নেওয়া হয়েছে তাঁদের দলীয় কার্যালয়। এবার সেই একই অভিযোগে সরব তৃণমূলের জোটসঙ্গী কংগ্রেসও। শ্রমিক সংগঠন আইএনটিইউসির সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীবন রেড্ডি ক্ষোভপ্রকাশ করে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অধিকার কেড়ে নেওয়া হয়েছে একাধিক শ্রমিক ইউনিয়নের। আক্রান্ত হচ্ছে শ্রমিক সংগঠনগুলি। সমস্ত শ্রমিক সংগঠন যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তারও দাবি জানানো হয়েছে চিঠিতে। চিঠিকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। রাজ্য আইএনটিইউসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। তৃণমূলসূত্র খবর, চিঠি পেয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তৃণমূলের একাংশের ধারনা, প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই এই চিঠি পাঠিয়েছেন জি সঞ্জীবন রেড্ডি। রাজনৈতিক মহলের ধারনা দুইদলের সম্পর্কের অবনতির ক্ষেত্রে এই চিঠি অনুঘটকের ভূমিকা নিতে পারে।     
 

.