সুহাগ চাঁদ বদনি ধোনি নাচত দেখি...

কতজন মানুষ একসঙ্গে নাচতে পারেন ? গিনেস রেকর্ড বলছে, চার হাজার চারশো বাহাত্তর জন। এই রেকর্ড ভাঙতে পাল্লা দিল কলকাতা। ইকো পার্কের কার্নিভ্যালে এ শহরে একসঙ্গে নাচলেন পাঁচ হাজার নারী-পুরুষ। ছিল ছোটরাও। হাজির ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষও। তৈরি হল কি কোনও নতুন রেকর্ড ? ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। শনিবার সকাল থেকেই ছোট বড় সকলের গন্তব্য ছিল নিউটাউনের ইকো পার্ক । বেলা যত গড়িয়েছে ততই কোলাহলে মুখরিত হয়েছে ইকো পার্কের উইন্টার কার্ণিভ্যাল। দুপুর সাড়ে বারোটার পরই বদলে যায় ছবিটা। গানের তালে তালে উদ্দাম ছন্দে তখন নাচছেন পাঁচ হাজার মানুষ। কিন্তু একসঙ্গে এত মানুষের এই উন্মাদনা কেন। কারণ কলকাতার সামনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানি

Updated By: Dec 21, 2013, 11:10 PM IST

কতজন মানুষ একসঙ্গে নাচতে পারেন ? গিনেস রেকর্ড বলছে, চার হাজার চারশো বাহাত্তর জন। এই রেকর্ড ভাঙতে পাল্লা দিল কলকাতা। ইকো পার্কের কার্নিভ্যালে এ শহরে একসঙ্গে নাচলেন পাঁচ হাজার নারী-পুরুষ। ছিল ছোটরাও। হাজির ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষও। তৈরি হল কি কোনও নতুন রেকর্ড ? ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। শনিবার সকাল থেকেই ছোট বড় সকলের গন্তব্য ছিল নিউটাউনের ইকো পার্ক । বেলা যত গড়িয়েছে ততই কোলাহলে মুখরিত হয়েছে ইকো পার্কের উইন্টার কার্ণিভ্যাল। দুপুর সাড়ে বারোটার পরই বদলে যায় ছবিটা। গানের তালে তালে উদ্দাম ছন্দে তখন নাচছেন পাঁচ হাজার মানুষ। কিন্তু একসঙ্গে এত মানুষের এই উন্মাদনা কেন। কারণ কলকাতার সামনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানি

গত বছরই এক মঞ্চে একসঙ্গে ৪ হাজার ৪৭২ জন নেচেছিলেন মুম্বইয়ে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল বাণিজ্যনগরীর। উদ্যোক্তা ছিল ডান্স ইন্ডিয়া ডান্স কর্তৃপক্ষ। তখন থেকেই রেকর্ড ভাঙার জন্য মুখিয়ে ছিল কলকাতা।

শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানটিই ক্যামেরা বন্দি করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।সেসব পরীক্ষার পরই জানা যাবে চূড়ান্ত ফলাফল।

গত এক দশকে আমূল বদলেছে কলকাতার জীবনশৈলী। জীবন-যাপনে, বিনোদনে এসেছে নানা বৈচিত্র। তা বলে উইন্টার কার্নিভ্যালে এক সঙ্গে পাঁচ হাজার জনের নাচ? তাও আবার সব বয়সের সমারোহ? রেকর্ড হোক আর না হোক, কলিকাতা আছে সেই কলিকাতাতেই, একথা বলার দিন বুঝি এবার ফুরালো।

.