রাজ্যপালের দ্বারস্থ বামেরা
বামুনঘাটায় বাম নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাবুল ইসলামের গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বামেরা। আজ সন্ধে ৬টায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বাম পরিষদীয় দল। রেজ্জাক মোল্লাকে মারধর ও বামুনঘাটায় বাম কর্মী সমর্থকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি জানাবেন তাঁরা। আরাবুলকে গ্রেফতারের দাবিতে আলিপুরে অবস্থান-বিক্ষোভ করে বামেরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিসি নিষ্কৃয়তাকে ধিক্কার জানিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, "অপরাধীদের গ্রেফতার করতে হবে।" সেইসঙ্গে, প্রতিবাদ সমাবেশে আসার পথে শাসক দলের দুষ্কৃতীদের হাতে দলীয় সমর্থকদের আক্রান্ত হওয়ারও নিন্দা করেন সেলিম।
বামুনঘাটায় বাম নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাবুল ইসলামের গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বামেরা। আজ সন্ধে ৬টায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বাম পরিষদীয় দল। রেজ্জাক মোল্লাকে মারধর ও বামুনঘাটায় বাম কর্মী সমর্থকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি জানাবেন তাঁরা। আরাবুলকে গ্রেফতারের দাবিতে আলিপুরে অবস্থান-বিক্ষোভ করে বামেরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিসি নিষ্কৃয়তাকে ধিক্কার জানিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, "অপরাধীদের গ্রেফতার করতে হবে।" সেইসঙ্গে, প্রতিবাদ সমাবেশে আসার পথে শাসক দলের দুষ্কৃতীদের হাতে দলীয় সমর্থকদের আক্রান্ত হওয়ারও নিন্দা করেন সেলিম।
রবিবার, ভাঙড়ে রেজ্জাক মোল্লাকে মারধর করা হয়। ঘটনায় প্রধান অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতারের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় দেয় বামেরা। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাঁকে গ্রেফতার করা হয়নি। প্রতিবাদে, আজ আলিপুরের গোপালনগরে দক্ষিণ ২৪ পরগনার পুলিস সুপারের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্ট। ছিলেন বাম বিধায়ক সহ শীর্ষস্থানীয় বাম নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন তাঁরা। আরাবুল ইসলাম এখনও গ্রেফতার না হওয়ায় প্রশাসন, মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন বাম নেতারা। একইসঙ্গে, আজ আলিপুরের সমাবেশে আসার পথে বামনঘাটায় বাম কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা করেন তাঁরা। দুপুর ১টা নাগাদ বিজন সেতু থেকে বামেদের মিছিল শুরু হয়ে ৩টে নাগাদ সেটি গোপালনগরে সমাবেশস্থলে পৌঁছয়।