বামেদের মিছিল থেকে চ্যালেঞ্জ সরকারকে

"শক্তি প্রদর্শন নয়, প্রতিবাদের মিছিলে" শনিবার রাজারহাটের পথে হাঁটলেন বাম নেতৃত্ব। সঙ্গে ছিল বুধবারের মতোই জনপ্লাবন। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে বাম নেতৃত্ব বারবার বলছিলেন, শাসক দলের সঙ্গে শক্তি প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে তাঁরা মাঠে নামছেন না। কিন্তু শনিবার বিকেলে রাজারহাটের মিছিলের চেহারা কিন্তু প্রমাণ করে দিল, সরকারকে চ্যালেঞ্জ করার লক্ষ্যেই পথে নেমেছেন বাম কর্মী সমর্থকেরা।

Updated By: Mar 3, 2012, 09:43 PM IST

"শক্তি প্রদর্শন নয়, প্রতিবাদের মিছিলে" শনিবার রাজারহাটের পথে হাঁটলেন বাম নেতৃত্ব। সঙ্গে ছিল বুধবারের মতোই জনপ্লাবন। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে বাম নেতৃত্ব বারবার বলছিলেন, শাসক দলের সঙ্গে শক্তি প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে তাঁরা মাঠে নামছেন না। কিন্তু শনিবার বিকেলে রাজারহাটের মিছিলের চেহারা কিন্তু প্রমাণ করে দিল, সরকারকে চ্যালেঞ্জ করার লক্ষ্যেই পথে নেমেছেন বাম কর্মী সমর্থকেরা।
সাধারণ ধর্মঘটের দিন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় রাজারহাট পুরসভার চেয়ারম্যান তাপস চ্যাটার্জিকে ফাঁসানো হয়েছে বলে মনে করছে সিপিআইএম নেতৃত্ব। শনিবারের মিছিলের ভিড়ও প্রমাণ করে দিল ওই এলাকায় তাপস চ্যাটার্জির জনপ্রিয়তা অটুট। তৃণমূলের মিছিল সম্পর্কে বহিরাগতদের দিয়ে ভিড় বাড়ানোর অভিযোগ উঠেছে। সারা দিনই বাসে বা ছোট গাড়িতে শহরতলি তো বটেই, বর্ধমান ও নদিয়ার মতো জেলা থেকেও লোক এনেছে শাসকদল। কিন্তু রাজারহাটের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন শুধু এলাকারই মানুষ।

.