রাজপথ মুড়ল লালপতাকায়, মিছিল এল জলপথেও

সিপিআইএমের নবান্ন অভিযানে কার্যত জনসমুদ্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। লাল পতাকায় ঢেকে গেল রাজপথ। পা মেলালেন অসংখ্য মানুষ। নৌকা চেপেও মিছিলে আসলেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের কর্মী সমর্থকরা।

Updated By: Jan 8, 2014, 08:53 PM IST

সিপিআইএমের নবান্ন অভিযানে কার্যত জনসমুদ্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। লাল পতাকায় ঢেকে গেল রাজপথ। পা মেলালেন অসংখ্য মানুষ। নৌকা চেপেও মিছিলে আসলেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের কর্মী সমর্থকরা।

নবান্ন অভিযান। প্রায় দেড় মাস ধরে জেলাজুড়ে লাগাতার প্রচারের পর বুধবারের সমাবেশ। দুপুরের পর থেকে শিয়ালদহ থেকে ধর্মতলা দখলে চলে গেল লাল পতাকার। মিছিল রাজপথে। মিছিল জলপথেও। নৌকোয় চেপে। গঙ্গা বক্ষে লাল পতাকা। গঙ্গাবক্ষে স্লোগান।

বরানগরের কুঠিঘাট। বুধবার বেলা ১২টা দশে ধর্মতলার উদ্দেশে সেখান থেকেই গঙ্গাবক্ষে সিপিআইএমের মিছিল। মিছিলে সামিল একচল্লিসটি নৌকা। দুপুর একটায় শিয়ালদা থেকে মিছিল শুরু। আর তারপর সবটাই কার্যত জন জোয়ার। মূল দুটি মিছিল শিয়ালদহ ও মৌলালির রামলীলা ময়দান থেকে। মৌলালির মিছিলে মূলত পা মেলালেন আদিবাসীরা। তবে কিছুক্ষণের মধ্যেই সবকিছু মিলেমিশে একাকার।

৯ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির। বুধবার শুধুমাত্র যে লোকসমাগম হল, তাতে চ্যালেঞ্জটা আগেভাগেই ছুঁড়ে দিল সিপিআইএম।

.