হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল উড়ানের সমালোচনায় বাম নেতারা
মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অন্যতম বড় সাফল্য জঙ্গলমহল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সর্বত্রই বলেন, জঙ্গলমহল হাসছে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই আজ একহাত নিলেন সিপিআইএম নেতারা। তাঁদের বক্তব্য, যদি সত্যিই জঙ্গলমহল হাসে, তাহলে মুখ্যমন্ত্রীর সভায় ৭৩১ জন লোক কেন?
মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অন্যতম বড় সাফল্য জঙ্গলমহল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সর্বত্রই বলেন, জঙ্গলমহল হাসছে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই আজ একহাত নিলেন সিপিআইএম নেতারা। তাঁদের বক্তব্য, যদি সত্যিই জঙ্গলমহল হাসে, তাহলে মুখ্যমন্ত্রীর সভায় ৭৩১ জন লোক কেন?
নিরাপত্তার কারণে হেলিকপ্টারে জঙ্গলমহল সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই হেলিকপ্টার সফরকেই আক্রমণের নিশানা করলেন বিরোধীরা। সিপিআইএম রাজ্য সম্পাদকের অভিযোগ, বিরোধী দলে থাকাকালীন মাওবাদীদের সঙ্গে সুসম্পর্কের কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেইসময় মোটরবাইকে জঙ্গলমহলে যেতেন?
সিপিআইএম নেতাদের অভিযোগ, জঙ্গলমহলে চারটি আইআইটি তো দূরের কথা, একটি স্কুলও হয়নি। তাঁদের দাবি, আদিবাসীদের জন্য বেলপাহাড়িতে যে মডেল স্কুল আছে সেখানে মাসে মাসে টাকাই পৌছয় না।