Laxmi Puja & Price hike: অগ্নিমূল্য কোজাগরীর বাজার, চড়া দাম প্রতিমা থেকে ফল-সবজির! নাভিশ্বাস মধ্যবিত্তের

Laxmi Puja 2022: লক্ষ্মীপুজোর আগে ফের চড়তে শুরু করেছে বাজারদর! ফুল, ফলের পাশাপাশি শাক-সবজি, মাছ-মাংস— সবেরই দর এখন ঊর্ধ্বমুখী। চলুন জেনে নেওয়া যাক কত দামে বিকোচ্ছে সমস্ত সরঞ্জাম।

Updated By: Oct 9, 2022, 12:09 PM IST
Laxmi Puja & Price hike: অগ্নিমূল্য কোজাগরীর বাজার, চড়া দাম প্রতিমা থেকে ফল-সবজির! নাভিশ্বাস মধ্যবিত্তের
নিজস্ব চিত্র।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালই থেকে লক্ষ্মীদেবীর আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাঙালির। কিন্তু লক্ষ্মীপুজোর জোগাড় খুব একটা সুখকর হচ্ছে না মধ্যবিত্তের কাছে। কারণ কোজাগরীর বাজার দর আকাশ ছোঁয়া, আগুন ফুল-মালা-মিষ্টি-প্রতিমাও। যদুবাবুর বাজার, গড়িয়াহাট, লেক মার্কেট, হাতিবাগান, মানিকতলা, গড়িয়া–সহ বিভিন্ন বাজারে অগ্নিমূল্য সমস্ত কিছু। যদিও দুর্গাপুজোর আগে থেকেই বাড়তে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে আকাশছোঁয়া দাম দেখে চোখ কপালে আমজনতার। প্রতিমা বিকোচ্ছে ২০০টাকা থেকে ১০০০ টাকায়। যদিও সাধ্যের মধ্যে 
২০০, ৩৫০, ৫০০ ও ১০০০ টাকা দামেরও রয়েছে প্রতিমা। মূর্তির সাইজ অনুযায়ী দাম।

আরও পড়ুন, Kojagori Laxmi Puja 2022: জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোয় কোন কোন উপকরণ অতি আবশ্যিক...

ধানের শীষ -৩০ থেকে ৪০ টাকা।, পান- ২ টাকা, একটি ডাবে দাম ৩০ টাকা (ছোটো), কলাগাছ- ৪০ টাকা, দুটি গাঁদার মালা ২০ থেকে ৩০ টাকা, একটি রজনীগন্ধা ৪০ থেকে ২০০ টাকা, জুঁই ফুলের মালা প্রতি পিসে ৫০ থেকে ১২০ টাকা, পদ্ম ফুল ২০ টাকা। এতো গেল পুজোর সরঞ্জামের কথা। চড়া দামে বিক্রি হচ্ছে ফল-মূল, শাক-সবজিও। আঙুর ৫০০ টাকা কেজি (অস্ট্রেলিয়ান), আঙুর ২৫০ টাকা কেজি (নাসিক),  আপেল ১৫০ টাকা কেজি। নাসপাতি  ১৫০ টাকা কেজি, পেয়ারা ১০০ টাকা কেজি, বেদানা  ২৮০ টাকা কেজি, শাক আলু  ১২০ টাকা কেজি, শসা  ৬০ টাকা কেজি, পানিফল  ১০০ টাকা কেজি, আতা ২৫০ টাকা,  মুসুম্বি ২০ টাকা পিস, বাতাবি লেবু ৬০ টাকা পিস, নারকেল ৩০ টাকা পিস ( ছোটো), খেজুর ১৫০ টাকা কেজি থেকে শুরু। আমসত্ত্ব ২৪০ টাকা কেজি, তরমুজ ৬০ টাকা কেজি।, পাঁকা পেঁপে ৮০ টাকা কেজি, কাঁঠালি কলা ৮০ টাকা। 

কমেনি নিত্য প্রয়োজনীয় সবজির দামও।  আলু (চন্দ্রমুখী) ৪০-৪৫টাকা, জ্যোতি আলু ২৮-৩০ টাকা প্রতি কিলো টাকা, বেগুন ৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কুমড়ো ৪০ টাকা। ফুলকপি জোড়া (ছোট) ৫০ টাকা, ফুলকপি জোড়া (বড়) ১০০ টাকা, পটল ৪০ টাকা, গাজর, ১০০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, কাঁকরোল ৩০ টাকা কিলো, ঝিঙে ৬০ টাকা প্রতি কেজি। অন্যদিকে, তিলের নাড়ু, নারকেল নাড়ু, খই–মুড়ির নাড়ু, খেজুর এখন সবই প্যাকেটে বিক্রি হচ্ছে। ১২ টাকার প্যাকেটে সবকিছুই পাঁচ–ছয় পিস করে রয়েছে। দাম বেড়েছে দু’টাকা প্যাকেট প্রতি। পরিবারে ও জীবনে সুখ সমৃদ্ধির কামনায় প্রায় প্রতি গৃহস্থের ঘরেই পূজিত হন চঞ্চলা চপলা লক্ষ্মীদেবী। তাই লাগামছাড়া দামেও মুখে হাসি নিয়ে উৎসবে মেতেছে বাঙালি। 

আরও পড়ুন, Kojagori Laxmi Puja 2022: জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোর দিন-তিথি; কখন পড়ছে পূর্ণিমা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.