'সারদা কাণ্ডে জড়িতরা পুজোর উদ্বোধন করছে', ফের বিস্ফোরক কুণাল ঘোষ

ফের বিস্ফোরক কুণাল ঘোষ। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে  বিচারপতির কাছে তাঁর অভিযোগ, যাঁরা সারদার সব সুবিধা নিয়েছেন তাঁরা পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন, অথচ জেলের ভিতর বসে ঢাকের আওয়াজ শুনতে হচ্ছে তাঁকে। আদালত ও সিবিআইয়ের কাছে গোপন জবানবন্দি দেওয়ার আর্জি জানান তিনি।  পাশাপাশি, এদিন আদালতে তোপ দেগেছেন সারদাকর্তা সুদীপ্ত সেনও। তাঁর অভিযোগ, যাঁরা সারদাকে প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাঁরাই এখন জেলে। সংবাদ মাধ্যমে মুখ খুলতে চেয়ে বিচারকের কাছে আবেদন করেন সারদাকর্তা। সারদাকাণ্ডে স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি দিতে চান কুণাল ঘোষ। জবানবন্দি দিতে চান সিবিআইয়ের কাছেও। সারদা ট্যুর ও ট্রাভেলস-র সংক্রান্ত মামলায় এদিন  আদালতে তোলা হয় কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জিকে।  বিচারকের কাছে প্রাণহানির আশঙ্কা প্রকাশ  করেন কুণাল ঘোষ।  

Updated By: Sep 29, 2014, 09:09 PM IST
'সারদা কাণ্ডে জড়িতরা পুজোর উদ্বোধন করছে', ফের বিস্ফোরক কুণাল ঘোষ

কলকাতা: ফের বিস্ফোরক কুণাল ঘোষ। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে  বিচারপতির কাছে তাঁর অভিযোগ, যাঁরা সারদার সব সুবিধা নিয়েছেন তাঁরা পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন, অথচ জেলের ভিতর বসে ঢাকের আওয়াজ শুনতে হচ্ছে তাঁকে। আদালত ও সিবিআইয়ের কাছে গোপন জবানবন্দি দেওয়ার আর্জি জানান তিনি।  পাশাপাশি, এদিন আদালতে তোপ দেগেছেন সারদাকর্তা সুদীপ্ত সেনও। তাঁর অভিযোগ, যাঁরা সারদাকে প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাঁরাই এখন জেলে। সংবাদ মাধ্যমে মুখ খুলতে চেয়ে বিচারকের কাছে আবেদন করেন সারদাকর্তা। সারদাকাণ্ডে স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি দিতে চান কুণাল ঘোষ। জবানবন্দি দিতে চান সিবিআইয়ের কাছেও। সারদা ট্যুর ও ট্রাভেলস-র সংক্রান্ত মামলায় এদিন  আদালতে তোলা হয় কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জিকে।  বিচারকের কাছে প্রাণহানির আশঙ্কা প্রকাশ  করেন কুণাল ঘোষ।  

রীতিমতো ক্ষোভের সুরে কুণাল বলেন,  ''২৩ নভেম্বর ২০১৩ গ্রেফতারের দিন আমি সিটকে বেশকিছু কাগজ দিয়েছিলাম, যা সিবিআইয়ের সিজার লিস্টে নেই। আমার বাড়ি তল্লাসি করেও প্রচুর নথি বাজেয়াপ্ত করেছিল সিট। সেগুলিও সিবিআইয়ের লিস্টে  নেই। সেগুলো কোথায় গেল? আমি সিটকে একটা মোটা ফাইল দিয়েছিলাম যেটাও পাওয়া যাচ্ছে না। আমার নতুন করে অনেককিছু মনে পড়েছে, আমি দুটো জবানবন্দি দিতে চাই। সুদীপ্ত সেন মিডিয়া ব্যবসায় নামার অনেক পর আমি তাঁকে চিনেছি। আজ আমাকে চোর ডাকাত বলা হচ্ছে। চারপাশে যা হচ্ছে তাতে আমার ভয় করছে। তাই আমার বয়ান বিচারকের কাছে রেকর্ড করে রেখে যেতে চাই। যাঁরা সব সুবিধা পেয়েছেন তাঁরা পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন আর আমি জেলে বসে ঢাকের আওয়াজ শুনব। এটা ঠিক নয়।''

কুণাল  ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আবেদনের  বিষয়ে সিবিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক। তদন্তের ক্ষেত্রে  এই গোপন জবানবন্দি কতটা গুরুত্নপূর্ণ সেবিষয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।  সিবিআইয়ের কাছে বয়ান দিতে চেয়ে বিচারকের কাছে আবেদন করেন কুনাল ঘোষ। তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। কুণালের পাশাপাশি এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন সারদাকর্তা সুদীপ্ত সেনও। বিচারককে সারদাকর্তা বলেন,

"জানপ্রাণ দিয়ে যাঁরা সারদাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তাঁরাই এখন জেলে। একই অভিযোগের  তদন্ত করছে একাধিক সংস্থা। সারদার  সফটওয়ারে কারচুপি করে কোটি কোটি টাকার হিসাব গরমিল করেছেন যাঁরা, তাঁরা বাইরে। এমনকি তাঁদের একাংশ দাবি করেছেন  তাঁরা কিছুই জানেননা। তাঁদের গ্রেফতারও করা হচ্ছে না। অথচ আমি দীর্ঘদিন জেলবন্দি। সংবাদমাধ্যম বার বার আমাকে প্রশ্ন করে। কিন্তু, আমাকে তাঁদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া হোক। দরকার পড়লে ভিডিও রেকর্ডিং করা হোক।'

সুদীপ্ত সেন, কুণাল ঘোষ ও দেবযানী মুখার্জির জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।  

 

.