Recruitment Scam: সিপিএম নেতা সুশান্ত ঘোষের কোনও আত্মীয় বেকার নন, তালিকা দিয়ে তদন্তের দাবি কুণালের
Recruitment Scam:তৃণমূলের তরফে বারবারই বলা হচ্ছে, সিপিএম নেতাদের পরিবারের লোকজনের চাকরি হয়েছে সুপারিশে। তা নাহলে সিপিএম নেতাদের এত আত্মীয় চাকরি পান কীকরে। সোমবার এক ফেসবুক পোস্টে সিপিএম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন কুণাল ঘোষ
প্রবীর চক্রবর্তী: টাকা নিয়ে স্কুল-সহ একাধিক বিভাগে নিয়োগের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি বাম আমলে সুপারিশে চাকরি হতো, কোথাও চিরকুটে নিয়োগ পত্র পাওয়া যেত। এনিয়ে শনিবার হাটে হাঁড়ি ভেঙেছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা ও বর্তমান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সাফ জানিয়েছেন বাম আমলে চাকরির কোটা থাকতো। এবার সেই একইভাবে গড়বেতার একসময়ের প্রভাবশালী সিপিএম নেতা সুশান্ত ঘোষকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ
আরও পড়ুন-উদয়নকে 'পাগল' বলেছিলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে আজ একেবারে অন্য কথা ফিরহাদের মুখে
তৃণমূলের তরফে বারবারই বলা হচ্ছে, সিপিএম নেতাদের পরিবারের লোকজনের চাকরি হয়েছে সুপারিশে। তা নাহলে সিপিএম নেতাদের এত আত্মীয় চাকরি পান কীকরে। সোমবার এক ফেসবুক পোস্টে সিপিএম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন কুণাল ঘোষ। ওই পোস্টে তিনি লিখেছেন, সিপিএম সূত্রেই আসা এইসব তথ্যের সূত্র ধরে কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে তদন্ত হোক।
ওইসব অভিযোগ নিয়ে কুণালের দাবি
সুশান্ত ঘোষ বিধায়ক ও মন্ত্রী থাকাকালীন ১৫ বছরে নিজের পরিবারের যে চাকরিগুলি দিয়েছেন তার তালিকা।
## বড়বোন এবং ভগ্নিপতির চাকুরি। বতর্মানে রিটায়ার্ড।
## ভাগ্নের চাকুরি আধারনয়ন হাইস্কুলের লাইব্রেরিয়ান
## সিপিআই দপ্তরের মন্ত্রীকে দিয়ে সেচ দপ্তরে ক্ষীরপাইয়ে চাকুরি ছোট ভাগ্নের।
## ছোট বোনের প্রাইমারি স্কুলে চাকরি
## মেজ বোনের স্বামী গড়বেতার কেশিয়াতে বাড়ি প্রাইমারি স্কুলে চাকুরি
## সেজ বোনের স্বামীর মেদিনীপুর প্রাইমারি বোর্ডে চাকুরি
## তার পরেও বোন আইসিডিএস-এর সুপারভাইজারের চাকুরি এবং তার স্বামীর সেচ দপ্তরে চাকুরি ।
## পিসতুতো ২ ভাই ছত্রগঞ্জের তরুণ রায় ও তার দাদার চাকুরি
## তাড়া গ্রামের সুনীল মালের ভাই এর পরিবহণ দফতরে ও তার মেয়ের প্রাইমারি স্কুলে চাকুরি
## মামাতো ভাই অতনু খামরুই ও তাপস খামরুই এর পরিবহন দপ্তরে চাকুরি
## সুশান্ত ঘোষের নিজের স্ত্রী প্রাইমারী শিক্ষক ছিলেন তা বামফ্রন্টের আমলেই
## এক শালীর মেদিনীপুর এক্সচেঞ্জ অফিসে পিওনের চাকুরি
## ছোট শালপতি ভাইয়ের হাইস্কুলে চাকুরি। আরও এক শালা ও শালির চাকুরি ওনার বড় শালা অরবিন্দ ব্যানাজি উনিও পাটির জেলা কমিটির সদস্য। উনি পার্টির হোলটাইমার চন্দ্রকোনা রোডে বাড়ি। বর্তমানে দিল্লীতে কয়েক কোটি টাকার ফ্ল্যাট বলে শোনা যায় ।
## উনার শ্বশুরবাড়ির এবং উনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ বেকার নেই।
শিক্ষামন্ত্রীর কাছে তথ্য দেওয়া হচ্ছে। তদন্ত হোক।