নেতাজি যে পুজোর প্রেসিডেন্ট ছিলেন, সেই পুজো

শীত এখনও ঢের বাকি। রাশিয়ান বেলেরিনা থেকে টাইগার অব দি বেঙ্গল, এক ছাতার তলায় অনলি ইন কলকাতা। বসন্তের আগেই শরৎ দেখালো সার্কাস। কুমারটুলি সার্কাস। অবাক লাগছে? অকালবোধনে দেবীর আরাধনা হলে সার্কাস কেন নয়? সার্কাসের অকালবোধন। সার্কাস রিংয়ে রিং মাস্টার মহিষাসুর। নিজের বুকের ওপরই ধরে রেখেছেন 'জীবন চাকা'! আর সেই চাকার মধ্যমণি কিনা স্বয়ং মহামায়া। এটাই এবারের কুমারটুলি সর্বজনীনের থিম। সার্কাসকেই বেছে নিয়েছে কলকাতা উত্তরের পুজো কুমারটুলি সর্বজনীন। 'জীবন চলে খেলার ঢঙে, ঝুঁকির আলিঙ্গনে', ৮৫ বছরের এই পুজোর ভাবনা এবার সবার নজর কেড়েছে।      

Updated By: Oct 7, 2016, 04:44 PM IST
নেতাজি যে পুজোর প্রেসিডেন্ট ছিলেন, সেই পুজো
ছবি- সৌরভ পাল

কলকাতা: শীত এখনও ঢের বাকি। রাশিয়ান বেলেরিনা থেকে টাইগার অব দি বেঙ্গল, এক ছাতার তলায় অনলি ইন কলকাতা। বসন্তের আগেই শরৎ দেখালো সার্কাস। কুমারটুলি সার্কাস। অবাক লাগছে? অকালবোধনে দেবীর আরাধনা হলে সার্কাস কেন নয়? সার্কাসের অকালবোধন। সার্কাস রিংয়ে রিং মাস্টার মহিষাসুর। নিজের বুকের ওপরই ধরে রেখেছেন 'জীবন চাকা'! আর সেই চাকার মধ্যমণি কিনা স্বয়ং মহামায়া। এটাই এবারের কুমারটুলি সর্বজনীনের থিম। সার্কাসকেই বেছে নিয়েছে কলকাতা উত্তরের পুজো কুমারটুলি সর্বজনীন। 'জীবন চলে খেলার ঢঙে, ঝুঁকির আলিঙ্গনে', ৮৫ বছরের এই পুজোর ভাবনা এবার সবার নজর কেড়েছে।      

অবশ্যই মনে করিয়ে দিই, এই পুজো হল সেই পুজো, একদা যার প্রসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ১৯৩৮-৩৯ সালে কুমারটুলি সর্বজনীনের কর্ণধার ছিলেন স্বয়ং নেতাজিই।  

.