কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নাকাল কলকাতা, নোংরা পুকুর ডিঙিয়ে ঝুঁকি নিয়েই বাঁচছে শহর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে রোজ নাকাল হচ্ছে কলকাতা। সামান্য বৃষ্টিতেই কেন এই অবস্থা শহরের? মেয়র বলছেন, বালিগঞ্জ পাম্পিং স্টেশনে বিদ্যুত্ বিভ্রাটের জেরেই চলেনি পাম্প। তাই বিপত্তি। অথচ বাস্তব বলছে অন্য কথা। কেন না, দক্ষিণ কলকাতায় মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে নিকাশির কাজ। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিলেন না পুরকর্মীরাও।

Updated By: Jul 2, 2014, 11:52 PM IST

কয়েক ঘণ্টার বৃষ্টিতে রোজ নাকাল হচ্ছে কলকাতা। সামান্য বৃষ্টিতেই কেন এই অবস্থা শহরের? মেয়র বলছেন, বালিগঞ্জ পাম্পিং স্টেশনে বিদ্যুত্ বিভ্রাটের জেরেই চলেনি পাম্প। তাই বিপত্তি। অথচ বাস্তব বলছে অন্য কথা। কেন না, দক্ষিণ কলকাতায় মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে নিকাশির কাজ। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিলেন না পুরকর্মীরাও।

প্রবল বৃষ্টি জেরে বদলে গেছে শহর কলকাতার ছবি। শোচনীয় অবস্থা দক্ষিণ কলকাতার। কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর জল। জেএনএনইউআরএমের টাকায় রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত নিকাশি নালা সংস্কারের কাজ চলছিল। কিন্তু মাঝ পথেই সে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায় দায়িত্বে থাকা সংস্থা। মাস তিনেক আগে নয়া টেন্ডারে কাজের দায়িত্ব নিয়েছে নতুন সংস্থা। পুরসভাকে তারা জানিয়ে দিয়েছে, বছর খানেকের মধ্যে এ কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। এছাড়াও, নিকাশি খালগুলোর অবস্থা শোচনীয়। কিছু কিছু জায়গায় খাল কাটা, হলেও ভাল ভাবে খালে জমে থাকা মাটি বা জঞ্জাল সাফ হয়নি। সে কারণেই অল্প বৃষ্টিতেই জটিল পরিস্থিতি। এতটাই জটিল যে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পুরসভার কন্ট্রোল রুমে থাকতে হয়েছে মেয়রকে।

উত্তর কলকাতায় জল জমার ব্যাপারে মেয়রের ব্যাখ্যা, অল্প সময়ে আচমকা অনেকটা বৃষ্টি হওয়াতেই বিপত্তি। পুরসভা সূত্রে খবর, প্রস্তুত ছিলেন না পুরকর্মীরা। এমন পরিস্থিতি মোকাবিলায় আগামী দিনে তাই নিকাশি বিভাগের সমস্ত ইঞ্জিনিয়ারদের সতর্ক থাকতে বলেছে। বৃষ্টিতে বেহাল দশা বেলুড় স্টেশনের সাবওয়ের। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সাবওয়েটি। ভোটের আগে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। জলমগ্ন সাবওয়ে এড়াতে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ওপর দিয়েই যাতায়াত করেন যাত্রীরা। গত একমাসে রেললাইন দিয়ে যাতায়াত করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।

.