মেডিক্যাল কলেজে চিকিৎসক-চতুর্থ শ্রেণির কর্মীদের হাতাহাতি, এলাকায় চাঞ্চল্য

শনিবার সকালেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ। চিকিৎসকের মারে জখম চতুর্থ শ্রেণির কর্মী। হাসপাতালের ভিতরেই চিকিৎসক-চতুর্থ শ্রেণির কর্মীর হাতাহাতি হয়। চিকিৎসককে পাল্টা মারধর করেছেন চতুর্থ শ্রেণির কর্মীরা, অভিযোগ এমনই।

Updated By: Aug 31, 2013, 10:19 AM IST

অশান্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।  হাসপাতালের ইডেন ভবনে চতুর্থ শ্রেণির কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কর্তব্যরত চিকিতসকরা।
চিকিতসকদের অভিযোগ, গতকাল রাতে মদ্যপ অবস্থায় ছিলেন ওই চতুর্থ শ্রেণির কর্মীরা। চতুর্থ শ্রেণির কর্মীদের অভিযোগ,  ওই কর্মীরা মদ্যপ ছিলেন কিনা তা দেখতে রাস্তায় দাঁড়িয়েই  রক্ত সংগ্রহ করা হয়। এরপর বউবাজার থানাতেও নিয়ে যাওয়া হয় ওই কর্মীদের। ঘটনার প্রতিবাদে আজ সকালে হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চতুর্থ শ্রেণির কর্মীরা। শুরু হয় সুপারের ঘরের সামনে বিক্ষোভও। ঘটনার কারণ খতিয়ে দেখতে হাসপাতাল সুপার একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিলে কর্মবিরতি উঠে যায়। ঠিক হয়েছে তিনদিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে কমিটি।

.