Kasba Kidnap: কসবায় ব্যবসায়ীকে অপহরণ! পুলিসি তৎপরতায় উদ্ধার অপহৃত, গ্রেফতার ৭

অবশেষে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা যায় ওই অপহৃত ব্যবসায়ীকে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ৭ জন।   

Updated By: Apr 21, 2022, 10:37 AM IST
Kasba Kidnap: কসবায় ব্যবসায়ীকে অপহরণ! পুলিসি তৎপরতায় উদ্ধার অপহৃত, গ্রেফতার ৭
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: বুধবার কলকাতার অক্র্যোপলিস মলের কাছ থেকে অপহৃত হয় এক ব্যবসায়ী (Businessman)। কসবা থানার পুলিসের পরিচয় দিয়ে তাঁকে অপহরণ করে কয়েকজন দুস্কৃতী। অপহরণের পর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। এরপরই কসবা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের পরপরই আসরে নামে কলকাতা পুলিস।

অবশেষে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা যায় ওই অপহৃত ব্যবসায়ীকে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ৭ জন। রাতভর তদন্ত করে বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ থেকে ওই ব্যাবসায়ীকে উদ্ধার করে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও কসবা থানার পুলিস। গোপন আস্থানা থেকে সরানোর সময় টালিগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণের কাজে লাগানো দুটি গাড়িও।

অপহৃত ব্যবসায়ী কুতুবউদ্দিন গাজীর কসবায় একটি অফিস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা ওই ব্যবসায়ী। বুধবার রাতের দিকে মুক্তিপণ চেয়ে ফোন যায় পরিবারের কাছে। ফোনের ওপার থেকে পুলিসের পরিচয় দিয়েই মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। এরপরই থানায় অভিযোগ দায়ের করে পরিবার। 

পরই যুগ্ম কমিশনার অপরাধ মুরলীধর শর্মা কসবা থানায় চলে আসেন। এক ঘন্টা বৈঠকের পরে উদ্ধার অপারেশন শুরু করে লালবাজার। সূত্রের খবর, ঐতিহাসিক আমলের কয়েন বিক্রি নাম করে অনেক লোককে প্রতারণা করেছিল এই ব্যবসায়ী। ইতিমধ্যেই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। 

আরও পড়ুন, Kolkata Minor Sextual Assault: খেলাচ্ছলে একরত্তি ভাগ্নির সঙ্গে 'কুকর্ম' মামার, খাস কলকাতায় 'ভয়ঙ্কর' কাণ্ড

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.