HC Rebukes CBI : 'তদন্তে গাফিলতি হলে মানুষ ভরসা কাকে করবে?' CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের

"সিবিআইয়ের তদন্তের হাল যদি এরকম হয়, তাহলে রাজ্যের সাধারণ মানুষ কার ওপরে ভরসা করবে!"

Updated By: Feb 28, 2022, 05:35 PM IST
HC Rebukes CBI : 'তদন্তে গাফিলতি হলে মানুষ ভরসা কাকে করবে?' CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন : সিবিআইকে (CBI) ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। সিবিআই-এর তদন্তে যদি গাফিলতি হয়, তাহলে রাজ্যের সাধারণ মানুষ কার ওপরে ভরসা করবে? মন্তব্য কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ২০১২ সালের এক বন্দির মৃত্য়ুর ঘটনায় মামলায় হাইকোর্টের তিরস্কারের মুখে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

২০১২ সালে ধনেখালি থানায় পুলিসি হেফাজতে মৃত্যু হয় শেখ নাসিরউদ্দিনের। পুলিসি হেফাজতে মৃত্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য। আইনজীবী প্রতিম সিংহ রায় এই ঘটনায় কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন। ২০১৩ সালে তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, রাজ্য পুলিস নয়, এই ঘটনার তদন্ত করবে সিবিআই (CBI)। 
সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুরু হয় সিবিআই তদন্ত। সিবিআই এই ঘটনায় তদন্ত করে ৩০৪(এ) ধারায় গাফিলতির অভিযোগ তুলে চার্জশিট পেশ করে। চার্জশিটে শুধু বলা হয়, পুলিশের গাফিলতিতেই মৃত্যু হয়েছে নাসিরুদ্দিনের।

যার ফলে সিবিআই (CBI) তদন্তে খুশি না হয়ে নাসিরউদ্দিনের স্ত্রী মানুজা বিবি ফের কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হন। তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে শেখ নাসিরউদ্দিনের দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তা সত্ত্বেও সিবিআই শুধুমাত্র গাফিলতির অভিযোগ এনে তদন্তের কাজ শেষ করেছে। যার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, "রাজ্যের সাধারণ মানুষ যখন পুলিসের তদন্তে খুশি হতে পারছে না, তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখতে চাইছে, এমতাবস্থায় সিবিআইয়ের এই ধরনের তদন্ত আদালতকে আশ্চর্য করেছে। সিবিআইয়ের তদন্তের হাল যদি এরকম হয়, তাহলে রাজ্যের সাধারণ মানুষ কার ওপরে ভরসা করবে!"

আদালতের নির্দেশ, সিবিআই-এর দিল্লি অফিসের ডিআইজি-কে এই ঘটনার অনুসন্ধান করতে হবে। সেই অনুসন্ধান রিপোর্ট আগামী ৩০ মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। প্রসঙ্গত, ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবার। 'রাজ্য় পুলিসের সিটের তদন্তে ভরসা নেই, সিবিআই চাই,' বলে বার বারই সরব হয়েছেন আনিসের বাবা, দাদা সহ সবাই।

আরও পড়ুন, বিজেপির বনধ 'নিরামিষ', 'নন-ভেজিটেরিয়ান' TMC-র বিরুদ্ধে দরকার 'জঙ্গি' আন্দোলন, বিস্ফোরক Arjun

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.