সিবিআই মানে সময় নষ্ট! রাজনৈতিক পক্ষদুষ্টের বিস্ফোরক অভিযোগ বিচারপতির

 'এটা কী বিশ্বাসযোগ্য তিন বছরেও একটা খুনের মামলায় কেউ গ্রেফতার হলো না! কোনও রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হতে পারে না! আমি এটা বিশ্বাস করি। তিন বছরেও কোনও তদন্ত এগোল না!'

Updated By: Jan 4, 2023, 03:02 PM IST
সিবিআই মানে সময় নষ্ট! রাজনৈতিক পক্ষদুষ্টের বিস্ফোরক অভিযোগ বিচারপতির

অর্ণবাংশু নিয়োগী: ফের সিবিআই-তে অসন্তোষ আদালতের। ফের সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতির। এবার বিচারপতি রাজশেখর মান্থা। মধ্যমগ্রামের এক মহিলাকে গুলি করে খুনের মামলায় সিবিআই তদন্তের উপর বিরক্ত বিচারপতি রাজশেখর মান্থা। বিরক্ত বিচারপতির সাফ মন্তব্য, সিবিআই মানেই সময় নষ্ট! সিবিআই তদন্তের উপর চরম অসন্তোষ থেকে এদিন তদন্তভার সিআইডি-কেও দেন বিচারপতি। কড়া নির্দেশ দেন, 'তদন্ত দেওয়া হল সিআইডিকে। দু'মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এসপি সহ ওই মামলার তদন্তকারী অফিসারদের গাফিলতি খতিয়ে দেখে রাজ্য পুলিসের ডি জি-কে দু'মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।'

৩ বছর আগে মধ্যমগ্রামে মহিলা খুনে এখনও অধরা অভিযুক্তরা। সেই ঘটনায় এদিন চরম ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই তদন্তের অগ্রগতির বিষয়ে চরম অসন্তোষ থেকে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, 'এটা কী বিশ্বাসযোগ্য তিন বছরেও একটা খুনের মামলায় কেউ গ্রেফতার হলো না! কোনও রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হতে পারে না! আমি এটা বিশ্বাস করি। তিন বছরেও কোনও তদন্ত এগোল না! ২০২৩ সালে সিট গঠন করে কী হবে? আমি সিবিআই-কে দায়িত্ব না দিলেও সিআইডি-কে দায়িত্ব দেব। কোর্ট খুশি নয়। সিবিআই-কে দিয়ে সময় নষ্ট। আপনারা যাই বলুন, এটা প্রভাব খাটানো ছাড়া আর কিছুতে হতে পারে না। রাজ্য পুলিস এত খারাপ আমি বিশ্বাস করি না।'

প্রসঙ্গত, এর আগে এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে 'হতাশা' প্রকাশ করেন 'আশাহত' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ভরা আদালতে স্পষ্ট কথায় নিজের চরম 'হতাশা' ব্যক্ত করে বিচারপতি জানিয়েছিলেন, তদন্তের অগ্রগতি নিয়ে তিনি 'খুশি' নন। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সেইসময় শোরগোল ফেলে দেওয়া তির্যক মন্তব্য, 'ডজন খানেক সিবিআই তদন্ত শেষে নোবেল পুরস্কার হবে! মনে হচ্ছে সিবিআই-এর থেকে সিট ভাল। টানেলের শেষে কোনও আলো দেখতে পাচ্ছি না। আমি ক্লান্ত। নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। তারপর কী হয়েছে? কিছুই নয়। ক্লান্ত আমি। নভেম্বরের পর থেকে কিছুই করেনি সিবিআই। কাকে তদন্ত করতে বলব!'

আরও পড়ুন, শেষ ইচ্ছের দাম! কোভিড কেড়েছে জীবন, আড়াই লাখে স্ত্রীর 'জীবন্ত' মূর্তি বসালেন স্বামী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.