Partha Chatterjee: SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে CBI হাজিরার নির্দেশ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তাঁর রায়ে আরও স্পষ্ট করে দিয়েছেন যে, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।

Updated By: Apr 12, 2022, 03:49 PM IST
Partha Chatterjee: SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে CBI হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদন : পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ। SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে হাজিরা দেওয়ার নির্দেশ। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

প্রসঙ্গত, আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা, অঙ্কের শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির তদন্তভারের দায়িত্ব সিবিআই-কে দেওয়া হল। সেখানেই স্কুলে শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় তাঁর রায়ে আরও স্পষ্ট করে দিয়েছেন যে, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে মামলা করেছিলেন আবদুল গনি আনসারি।

উল্লেখ্য, এদিন কলকাতা হাইকোর্টে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবীরা। হাতাহাতিতে জড়ান তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা। ইস্যু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কট নিয়ে বারের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাঁধে। একাংশের আইনজীবীদের দাবি, বিচারপতি পরপর একপেশে নির্দেশ দিচ্ছেন। সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ বয়কটের দাবি তোলেন তাঁরা। অন্য পক্ষের দাবি, সঠিক নির্দেশ দিচ্ছেন বিচারপতি।

আরও পড়ুন, "দময়ন্তীকে ৪ ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্ব মুখ্যমন্ত্রীর ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা"

আরও পড়ুন, Namkhana: 'নামখানার নির্যাতিতার দেহে রয়েছে ক্ষতচিহ্ন, করা হচ্ছে ফরেন্সিক পরীক্ষা': কাকদ্বীপ হাসপাতাল সুপার

Hanskhali: 'মেয়েটি মদ্যপান করেছিল', হাঁসখালি কাণ্ডে এবার পুলিস সুপারের মন্তব্য ঘিরে বিতর্ক

Mamata Banerjee: 'ধর্ষণ নাকি অন্তঃসত্ত্বা? প্রেমের সম্পর্ক আটকানো সম্ভব নয়', হাঁসখালি কাণ্ডে প্রতিক্রিয়া মমতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.