Kolkata: ফের দুর্ঘটনার কবলে স্কুলপড়ুয়া, ট্যাক্সির ধাক্কা দ্বিতীয় শ্রেণির ছাত্রকে
আচমকা ফুটপাত থেকে রাস্তায় নেমে যায় শম্ভু। সেইসময়ই একটি ট্যাক্সি এসে তাকে ধাক্কা মারে।
সন্দীপ প্রামাণিক: বেহালার পর এবার হরিদেবপুর। ফের দুর্ঘটনার কবলে এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ। দুর্ঘটনায় আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র শম্ভু অধিকারী। তাকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঠাকুরপুকুর থানা এলাকার বুলবুলির বাসা নামে একটি হোমে থাকত শম্ভু। এই হোমে সাধারণত আর্থিকভাবে দুর্বল পরিবারের সন্তানেরা থাকে। এটি একটি বেসরকারি হোম। হোমের কেয়ারটেকারের সাথে শম্ভু সহ আরও কয়েকজন শিশু পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। তারা সকলেই শ্রী সত্য সাই বাল বিহার স্কুলে পড়াশোনা করে। ফুটপাত ধরেই যাচ্ছিল সকলে।
আচমকা ফুটপাত থেকে রাস্তায় নেমে যায় শম্ভু। সেইসময়ই একটি ট্যাক্সি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের কালিতলা বলাকা এলাকায়। ট্যাক্সিটি ঠাকুরপুকুরের দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিল। আচমকা ওই শিশুটি সামনে এসে পড়ায় ট্যাক্সিচালক ব্রেকও কষেন। কিন্তু তাতেও অবশ্য আঘাত পাওয়া থেকে বাঁচানো যায়নি শম্ভুকে। দুর্ঘটনার জেরে মাথায় ও থুতুনিতে চোট পেয়েছে শম্ভু।
দুর্ঘটনাগ্রস্ত ট্যাক্সির ড্রাইভারই আহত শম্ভুকে উদ্ধার করেন। তারপর তাকে নিয়ে প্রথমে ঠাকুরপুকুরের স্থানীয় কস্তুরী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার সকালে বেহালা চৌরাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার। বাবার সঙ্গে রাস্তা পেরনোর সময় তাকে পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক।
আরও পড়ুন, Teacher Recruitment Scam: কত টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন ৪ শিক্ষক? কার কাছে যায় সব টাকা?