বাইরে থেকে বেশি দামে ত্রিমুখী বাতিস্তম্ভ কিনছে পুরসভা

কলকাতার সৌন্দর্যায়নের জন্য শহরজুড়ে ত্রিমুখী আলো বসানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। নিজস্ব ওয়ার্কশপে তৈরি হচ্ছে বাতিস্তম্ভ তৈরির কাজ। অথচ সেই বাতিস্তম্ভই প্রায় ২০০০ টাকা বেশি দিয়ে বাইরে থেকে কিনছে পুরসভা।

Updated By: Apr 25, 2012, 07:09 PM IST

কলকাতার সৌন্দর্যায়নের জন্য শহরজুড়ে ত্রিমুখী আলো বসানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। নিজস্ব ওয়ার্কশপে তৈরি হচ্ছে বাতিস্তম্ভ তৈরির কাজ। অথচ সেই বাতিস্তম্ভই প্রায় ২০০০ টাকা বেশি দিয়ে বাইরে থেকে কিনছে পুরসভা।
পুরসভার তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৩২০০০ আলো লাগানো হয়েছে। যার মধ্যে ২০,০০০ আলো এবং ১০,০০০ বাতিস্তম্ভ বসানোর কাজ শেষ হয়েছে। খরচ হয়েছে ১৫ কোটি টাকার কিছু বেশি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে বাতিস্তম্ভ গুলি কলকাতা পুরসভার এন্টালি ওয়ার্কশপে তৈরি হচ্ছে। পুরসভার পক্ষ থেকে ৫০০০টি বাতিস্তম্ভ তৈরির কথা বলা হয়েছে। মার্চের মধ্যেই ওয়ার্কশপে প্রায় ১০০০টি বাতি স্তম্ভ তৈরির কাজ শেষ। সেখানে খরচ পড়ছে স্তম্ভ প্রতি ৩১৫০ টাকা। অথচ প্রায় ২০০০ টাকা বেশি খরচ করে পুরসভা বাইরে থেকে বাতিস্তম্ভ কিনছে ৫৯১৮ টাকায়।

পুরসভার ওয়ার্কশপে নতুন ধরনের যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। যা দিয়ে বর্তমানে প্রায় ৩ গুণ বেশি উত্পাদন করা সম্ভব। তৈরি হওয়া বাতিস্তম্ভ গুলিও ডাঁই হয়ে পড়ে রয়েছে। পুরসভার তরফে সেগুলি নিয়ে আসার কোনও উদ্যোগ নেই। বিষয়টি এড়িয়ে গিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পুরসভার ওয়ার্কশপ থেকেই নেওয়া হবে বাতিস্তম্ভগুলি। কম পড়লে বাইরে থেকে নেওয়া হবে।
গোটা ঘটনা নিয়ে বেনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচি-সহ বাম কাউন্সিলারর প্রশ্ন তুলেছেন, ওয়ার্কশপে আধুনিক পরিকাঠামো ব্যবহারে জোর না দিয়ে কেন বাইরে থেকে কেনা হচ্ছে বাতি স্তম্ভ? এই ভাবে সরকারি অর্থ নয়ছয়ের বিরুদ্ধেও সরব হয়েছে বিরোধীরা। যদিও বিরোধীদের এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

.