পুরসভার গেটে কংগ্রেসের বিক্ষোভে আটকে গেল মেয়রের গাড়ি

পুরসভার গেটে কংগ্রেসের বিক্ষোভে আটকে গেল মেয়রের গাড়ি। শেষ পর্যন্ত পায়ে হেঁটে পুরসভায় ঢুকলেন তিনি। আর এতেই ক্ষুব্ধ মেয়র। ক্ষোভ সামাল দিতে ছুটে আসতে হল ডিসি সেন্ট্রালকেও। শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। পুরসভার ভূমিকার প্রতিবাদে সোমবার সকালে এই নিয়ে প্রকাশউপাধ্যায়ের নেতৃত্বে পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল কংগ্রেস। বিক্ষোভ চলাকালীনই পুরসভায় পৌছন মেয়র। বিক্ষোভে আটকে যান তিনিও। পায়ে হেঁটে পুরসভায় ঢুকতে হয় মেয়রকে। আর এতেই  চটেছেন মেয়র। কেন এভাবে পুরসভার গেটে বিক্ষোভ চালিয়ে যেতে দিল পুলিস? কেনই বা বিক্ষোভকারীদের আটকানো হল না সে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Updated By: Dec 14, 2015, 09:02 PM IST
পুরসভার গেটে কংগ্রেসের বিক্ষোভে আটকে গেল মেয়রের গাড়ি

ওয়েব ডেস্ক: পুরসভার গেটে কংগ্রেসের বিক্ষোভে আটকে গেল মেয়রের গাড়ি। শেষ পর্যন্ত পায়ে হেঁটে পুরসভায় ঢুকলেন তিনি। আর এতেই ক্ষুব্ধ মেয়র। ক্ষোভ সামাল দিতে ছুটে আসতে হল ডিসি সেন্ট্রালকেও। শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। পুরসভার ভূমিকার প্রতিবাদে সোমবার সকালে এই নিয়ে প্রকাশউপাধ্যায়ের নেতৃত্বে পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল কংগ্রেস। বিক্ষোভ চলাকালীনই পুরসভায় পৌছন মেয়র। বিক্ষোভে আটকে যান তিনিও। পায়ে হেঁটে পুরসভায় ঢুকতে হয় মেয়রকে। আর এতেই  চটেছেন মেয়র। কেন এভাবে পুরসভার গেটে বিক্ষোভ চালিয়ে যেতে দিল পুলিস? কেনই বা বিক্ষোভকারীদের আটকানো হল না সে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
খবর পেয়ে পুরসভায় আসেন একের পর এক  পুলিস কর্তা।পরিস্থিতি সামাল দিতে পুরসভায় আসেন ডিসি সেন্ট্রালও। সোমবারের ঘটনায় স্পষ্ট বিক্ষোভ রুখতে আগামী দিনে আরও কড়া হবে পুলিস।

.