Haridebpur: কার গাফিলতিতে হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর? জানতে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

রবিবার সন্ধেয় মার্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইশাক রোডে। মৃত কিশোরের নাম নীতীশ যাদব। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় পুজোর প্রসাদ নিয়ে এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিল নীতীশ। রাস্তায় জমে থাকা জল পেরিয়ে যেতে হচ্ছিল তাকে। ওই জমা জলেই বৈদ্যুতিক তার ছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় ওই কিশোর।

Updated By: Jun 27, 2022, 03:14 PM IST
Haridebpur: কার গাফিলতিতে হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর? জানতে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

দেবারতি ঘোষ: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু। সেই ঘটনায় তৎপর কলকাতা কর্পোরেশন (Kolkata Corporation)। কার গাফিলতিতে এত বড় ঘটনা? যে লাইটপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে কিশোরটি, সেই পোস্টটি আসলে কার? সমস্ত উত্তর পেতে সোমবার জরুরি বৈঠক ডাকলেন কলকাতা কর্পোরেশনের (Kolkata Corporation) কমিশনার বিনোদ কুমার। 

জানা গিয়েছে, আগামিকাল বিকেল ৪টের সময় এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ডিজি ড্রেনেজ, ডিজি লাইটিং, কেইআইপি-র ডিজিদের থাকতে বলা হয়েছে। সেখানেই তিনি জানতে চাইবেন আসলে কার গাফিলতি? কারণ অনেকেই বলছেন, যে পোস্ট থেকে কিশোরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সেটি নাকি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা বিএসএনএল-এর। এখন প্রশ্ন, বিএসএনএল-এর পোস্টে আলো এল কীভাবে? 

রবিবার সন্ধেয় মার্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইশাক রোডে। মৃত কিশোরের নাম নীতীশ যাদব। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় পুজোর প্রসাদ নিয়ে এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিল নীতীশ। রাস্তায় জমে থাকা জল পেরিয়ে যেতে হচ্ছিল তাকে। ওই জমা জলেই বৈদ্যুতিক তার ছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় ওই কিশোর। 

সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে জল পেরিয়ে যাচ্ছে একটি বালক। হাতে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ। যে জায়গায় ওই ঘটনা ঘটেছে সেটি একটি সরু গলি। দু'পাশে বহু বাড়ি। সেই বাড়ি থেকেই এক মহিলা দেখতে পান রাস্তার জমা জলে পড়ে ছটফট করছে একটি ছেলে। 

তিনি সঙ্গে ১০০ নম্বর ডায়াল করেন। তাঁর ফোন পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিস ও সিইএসসি-র কর্মীরা। ততক্ষণে বাচ্চাটি নিস্তেজ হয়ে যায়। স্থানীয়দের দাবি, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে একটি খুঁটি ছিল। সেই খুঁটির তার জলে লেগেই রাস্তার জলে বিদ্যুত্ সংযোগ হয়ে গিয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.