অসহ্য গরমে কলকাতার স্লোগান এখন `বৃষ্টি চাই, বৃষ্টি হোক`

কলকাতার গরম রবিবারে একেবারে নাজেহাল করে ছাড়ছে। আজ ছুটির দিনে কলকাতায় তাপপ্রবাহ আরও বাড়ল। হাঁসফাঁস গরমের মাঝে গলদঘর্ম অবস্থা শহরবাসীর। আজও কোনও স্বস্তির খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় বাতাসে জলীয় বাষ্প থাকবে।

Updated By: Apr 27, 2014, 04:12 PM IST

কলকাতার গরম রবিবারে একেবারে নাজেহাল করে ছাড়ছে। আজ ছুটির দিনে কলকাতায় তাপপ্রবাহ আরও বাড়ল। হাঁসফাঁস গরমের মাঝে গলদঘর্ম অবস্থা শহরবাসীর। আজও কোনও স্বস্তির খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় বাতাসে জলীয় বাষ্প থাকবে।

ফলে বাড়বে অস্বস্তিকর গরম। আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রা বিশেষ কমবে না বলে জানিয়েছেন আবহবিদেরা। তবে উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনেকেই কলকাতার গরম নিয়ে বিভিন্নরকম মজাদার কমেন্ট। কেউ বলছেন, বরুণদেবকে হোয়াইসঅ্যাপ করলাম এখুনি বৃষ্টি পাঠাতে। কেই বলছেন, এই গরমে ঘরে ডিম থাকলে নিজে থেকেই সিদ্ধ হয়ে যাবে। তবে সবচেয়ে কমন স্লোগান হল বৃষ্টি হোক, বৃষ্টি দাও।

.