KMC: আগামী সাড়ে ৩ মাস কলকাতার রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ, কড়া নির্দেশিকা পুরসভার
চলতি মাসের ১৫ তারিখ থেকে অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত কলকাতা শহরের কোথাও কোনও রাস্তায় এবং ফুটপাথে খোঁড়াখুঁড়ি করা যাবে না।
দেবারতি ঘোষ: বৃহস্পতিতেই বর্ষা দক্ষিণবঙ্গে! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমনই। আর বর্ষার মরশুমে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়সড় এক সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (KMC)। কী সেই সিদ্ধান্ত?
এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ থেকে অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত কলকাতা শহরের কোথাও কোনও রাস্তায় এবং ফুটপাথে খোঁড়াখুঁড়ি করা যাবে না। যেকোনও ধরনের খোঁড়াখুঁড়ি করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা। কারণ, বর্ষায় একেই রাস্তায় জল জমে, কাদায় ভোগান্তি হয় সাধারণ মানুষ। তার উপর রাস্তায় খোঁড়াখুঁড়ি থাকলে পরিস্থিতি হয় আরওই সঙ্গীন। সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। আর বর্ষা মিটতেই চলে আসবে উৎসবের মরশুম। তখনও রাস্তা খোঁড়াখুঁড়ি থাকলে মানুষের অসুবিধা।
তাই কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, অত্যন্ত জরুরি দরকার ছাড়া কোনওভাবেই রাস্তা খোঁড়াখুঁড়ি করতে পারবে না কোনও সংস্থা। এমনকি জরুরি দরকারে রাস্তা খুঁড়তে হলেও কলকাতা পুরসভার আগাম অনুমতি নিতে হবে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার।
Park Circus Firing: কারা অবসাদগ্রস্ত? সব ইউনিটের কাছে তালিকা চাইল লালবাজার