কলকাতার বুকে কিষেণজি স্মরণসভা, অন্ধকারে গোয়েন্দারা
খাস শহর কলকাতার বুকে পালিত হল কিষেণজির স্মরণসভা। খবরই ছিল না গোয়েন্দাদের কাছে। রীতিমতো স্লোগান দিয়ে, স্যালুট জানিয়ে পালিত হল মাওবাদী নেতা কিষেণজির প্রথম মৃত্যুবার্ষিকী। চব্বিশ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।
খাস শহর কলকাতার বুকে পালিত হল কিষেণজির স্মরণসভা। খবরই ছিল না গোয়েন্দাদের কাছে। রীতিমতো স্লোগান দিয়ে, স্যালুট জানিয়ে পালিত হল মাওবাদী নেতা কিষেণজির প্রথম মৃত্যুবার্ষিকী। চব্বিশ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।
২৪ নভেম্বর, ২০১১
পুলিসের গুলিতে নিহত হয়েছিলেন মাওবাদী শীর্ষ নেতা কিষেণজি। সেই ঘটনায় ভুয়ো সংঘর্ষের অভিযোগ উঠেছিল। উঠেছিল বহু প্রশ্ন, যার উত্তর মেলেনি। ইতিমধ্যে মাওবাদীদের বিরুদ্ধে পুলিসি অভিযান আরও তীব্র হয়েছে। এরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা আত্মসমর্পন করেছেন। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে মাওবাদীরা যে ফের সক্রিয় হয়ে উঠেছে তারই প্রমান মিলল শনিবার।
২৪ নভেম্বর, ২০১২
খাস শহর কলকাতার বুকে পালিত হল কিষেণজির স্মরণসভা। রীতিমতো ফুল দিয়ে ছবি সাজিয়ে আয়োজিত হয়েছিল এই সভা। উপস্থিত ছিলেন রাজ্য ও কলকাতা শহরের বেশকিছু শীর্ষস্থানীয় নেতা ও নেত্রী। সেই ঘটনার সাক্ষী ছিল শুধুমাত্র ২৪ ঘণ্টা।
এই উপলক্ষ্যে একটি লিফলেটও বিলি করা হয়। তাতে কিষেণজির সংক্ষিপ্ত জীবনী নিয়ে ছাপানো ওই লিফলেটে শহীদ স্মরণ দিবস উদযাপনের কথা লেখা রয়েছে। শহীদ স্মরণ কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই সভা।
জঙ্গলমহলেরও বিভিন্ন প্রান্তে এমন শহীদ দিবস পালিত হয়েছে বলে দাবি করা হয়েছে।