সরকারের বিরুদ্ধে এনসেফেলাইটিস নিয়ে তথ্য গোপনের অভিযোগ বিরোধীদের

Updated By: Jul 23, 2014, 08:47 PM IST
সরকারের বিরুদ্ধে এনসেফেলাইটিস নিয়ে তথ্য গোপনের অভিযোগ বিরোধীদের

এনসেফেলাইটিস নিয়ে তথ্য গোপন করেছে সরকার। অভিযোগ তুলেলেন বিরোধীরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বক্তব্য, তথ্য গোপন করলে, কোনওভাবেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা সম্ভব নয়।

উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে আক্রান্তের সংখ্যা যে শতাধিক, তা দিন কয়েক আগে মানতে রাজি ছিলেন না রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত ১৫ জুলাই চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, রাজ্যের কাছে এ নিয়ে কোনও রিপোর্ট নেই। অথচ, উত্তরবঙ্গে কিছুদিন আগে পর্যন্ত এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৩৬।

বুধবার পর্যন্ত এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮।

.