কামালগাজি ফ্লাইওভারের দুর্ঘটনার সঙ্গে জড়াচ্ছে সম্পর্কের রহস্য

কামালগাজি ফ্লাইওভারের দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে রহস্য। জানা গেছে, রাহুল ও শর্মিষ্ঠা প্রেমিক-প্রেমিকা। আবার আমন সেওয়া এবং পায়েল গুহ প্রেমিক-প্রেমিকা। বৈচিত্র আনতে অদলবদল করে বাইকে বসেছিল চারজনে। কিন্তু, দুর্ঘটনার সময় রাহুল যখন ফ্লাইওভারে পড়ে রয়েছে, তখন আমন ও শর্মিষ্ঠা পাশ দিয়ে চলে যায়। তাদের দাবি, রাহুলের বাইক বা রাহুলকে তারা দেখতে পায়নি।

Updated By: Feb 27, 2017, 09:10 AM IST
কামালগাজি ফ্লাইওভারের দুর্ঘটনার সঙ্গে জড়াচ্ছে সম্পর্কের রহস্য

ওয়েব ডেস্ক: কামালগাজি ফ্লাইওভারের দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে রহস্য। জানা গেছে, রাহুল ও শর্মিষ্ঠা প্রেমিক-প্রেমিকা। আবার আমন সেওয়া এবং পায়েল গুহ প্রেমিক-প্রেমিকা। বৈচিত্র আনতে অদলবদল করে বাইকে বসেছিল চারজনে। কিন্তু, দুর্ঘটনার সময় রাহুল যখন ফ্লাইওভারে পড়ে রয়েছে, তখন আমন ও শর্মিষ্ঠা পাশ দিয়ে চলে যায়। তাদের দাবি, রাহুলের বাইক বা রাহুলকে তারা দেখতে পায়নি।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ কামালগাজি ফ্লাইওভারে দুটি বাইকে জয় রাইডে বেরোয় চার কিশোর কিশোরী। সকলেরই বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। একটি বাইকে রাহুল ব্যানার্জি ও পায়েল গুহ নামে দুটি ছেলেমেয়ে। দ্বিতীয় বাইকে আমন সেওয়া এবং শর্মিষ্ঠা কুণ্ডু। হেলমেট ও লাইসেন্স কোনটাই ছিল না তাদের। তার উপর বাইক চলছিল খুব জোরে। ফ্লাইওভারের ওপর বাইক স্কিড করে। রাহুল ফ্লাইওভারের মধ্যেই পড়ে। পায়েল ছিটকে গিয়ে ফ্লাইওভারের বাইরে একটি গাড়ির বনেটের ওপর পড়ে। নার্সিংহোমে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়। মৃত পায়েল গুহ মাধ্যমিক পরীক্ষার্থী। (আরও পড়ুন- বেসরকারি হাসপাতালে চিকিত্সািয় ফের স্বেচ্ছাচারের অভিযোগ)

.