রাতের কলকাতায় গতির বলি কিশোর-কিশোরী

রাতের কলকাতায় গতির বলি হল কিশোর-কিশোরী। সাড়ে এগারোটা নাগাদ কামালগাজি ফ্লাইওভারে দুটি বাইকে জয় রাইডে বেরোয় চার কিশোর কিশোরী। সকলেরই বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। একটি বাইকে রাহুল ব্যানার্জি ও পায়েল গুহ নামে দুটি ছেলেমেয়ে। দ্বিতীয় বাইকে আমন সেওয়া এবং শর্মিষ্ঠা কুণ্ডু। কারও লাইসেন্স নেই। কেউ হেলমেট পরেও ছিল না।

Updated By: Feb 27, 2017, 08:37 AM IST
রাতের কলকাতায় গতির বলি কিশোর-কিশোরী

ওয়েব ডেস্ক: রাতের কলকাতায় গতির বলি হল কিশোর-কিশোরী। সাড়ে এগারোটা নাগাদ কামালগাজি ফ্লাইওভারে দুটি বাইকে জয় রাইডে বেরোয় চার কিশোর কিশোরী। সকলেরই বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। একটি বাইকে রাহুল ব্যানার্জি ও পায়েল গুহ নামে দুটি ছেলেমেয়ে। দ্বিতীয় বাইকে আমন সেওয়া এবং শর্মিষ্ঠা কুণ্ডু। কারও লাইসেন্স নেই। কেউ হেলমেট পরেও ছিল না।

রাহুল খুব জোরে বাইক চালাচ্ছিল। ফ্লাইওভারের ওপর বাইক স্কিড করে। রাহুল ফ্লাইওভারের মধ্যেই পড়ে। পায়েল ছিটকে গিয়ে ফ্লাইওভারের বাইরে একটি গাড়ির বনেটের ওপর পড়ে। নার্সিংহোমে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়। মৃত পায়েল গুহ মাধ্যমিক পরীক্ষার্থী। (আরও পড়ুন- গৃহশিক্ষকের মাথায় চেয়ার ভাঙলেন বাবা)

.